আন্তর্জাতিক ডেস্ক:
তামিলনাড়ুর করুরে তাঁর রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে ৪১ জনের মর্মান্তিক মৃত্যুর এক মাস পর নীরবতা ভাঙলেন জনপ্রিয় তামিল অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়।
বুধবার (৫ নভেম্বর) তাঁর দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর সাধারণ কাউন্সিল সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন। খবর—দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিজয় বলেন, আমাদের পরিবার ও সমর্থকদের হারানোর যন্ত্রণায় আমি এতদিন গভীর শোকে ছিলাম। সেই কঠিন সময়ে শোকাহত মানুষের পাশে থাকা আমার দায়িত্ব ছিল।”
তিনি অভিযোগ করেন, আমার নীরবতাকে কেউ কেউ ভুলভাবে কাজে লাগিয়ে গুজব ছড়িয়েছে, ঘৃণা ছড়ানোর চেষ্টা করেছে। কিন্তু সত্য ও ন্যায়ের শক্তি সেই অপপ্রচার ভেঙে দেবে।
ডিএমকে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বিজয় আরও বলেন, “আমাদের দল যখন বিভিন্ন জেলায় জনসভা করার অনুমতি চেয়েছে, তখন ইচ্ছাকৃতভাবে ছোট ও সীমিত স্থানে সভার অনুমতি দেওয়া হয়েছে। ফলে ভিড় নিয়ন্ত্রণে সমস্যা তৈরি হয়েছে, যা এই দুর্ঘটনার জন্য দায়ী।
বক্তৃতার শেষাংশে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, প্রকৃতি, ঈশ্বর ও মানুষের শক্তি আমাদের সঙ্গে আছে। তাই আমাদের থামানো যাবে না। এই বাধাগুলো সাময়িক—আমরা এগিয়ে যাব, আমাদের যাত্রা থামবে না।
তামিলনাড়ু রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা থালাপতি বিজয়ের দল টিভিকে বর্তমানে রাজ্যজুড়ে তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে। তবে করুরের মর্মান্তিক ঘটনায় দল ও নেতা দুজনই তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।