জেডটিভি বাংলা ডেস্ক:
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে সেনাবাহিনী নিজ নিজ ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুল ইসলাম। বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে “ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরেন তিনি।
নিজেদের কার্যক্রমের তথ্য তুলে ধরে মাইনুল ইসলাম বলেন, ‘ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় ১৫ মাস যাবত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে সেনাবাহিনী। হারিয়ে যাওয়া অস্ত্রের মধ্যে ৮১ শতাংশ অস্ত্র ও ৭৩ শতাংশ গুলি উদ্ধার করা হয়েছে। ৩০ হাজারেরও বেশি সন্ত্রাসীকে আটক করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্টে আহত ৫ হাজার ৩৩৮ জন হতদের চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে। কূটনৈতিক ব্যক্তিবর্গ ও দূতাবাসগুলোকে নিরাপত্তা দেয়া অব্যাহত রয়েছে।’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, সেনাবাহিনী নির্বাচন কমিশনকে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচনে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা সদস্য মাঠে থাকবে। জেলা, উপজেলা ও আসনভিত্তিক ক্যাম্পও স্থাপন করা হবে।”
আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সেনাবাহিনী আরও বেশি ঐক্যবদ্ধ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে। এরপরই সেনাবাহিনী নিজ নিজ ক্যান্টনমেন্টে ফিরে যাবে।
বান্দরবানে অস্ত্রধারীদের ধরা পড়া প্রসঙ্গে মাইনুল ইসলাম বলেন, ‘বান্দরবানে অস্ত্রধারীরা ধরা পড়েছে- এটি নিয়ে আমরা উদ্বিগ্ন। তবে যেভাবে আমরা তাদের ধরতে সক্ষম হয়েছি, সেটি একটি বড় সাফল্য। এ ধরনের অস্ত্র যাতে রাজধানী ঢাকায় প্রবেশ করতে না পারে, সে বিষয়ে আমরা আরও সতর্ক অবস্থানে রয়েছে। যদি কোনো অস্ত্র বা সন্ত্রাসী ঢাকামুখী হয়ও তার মোকাবিলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত।
রাষ্ট্রের অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোও এখন সতর্ক অবস্থান বজায় রেখেছে বলে জানান সেনা কর্মকর্তা।