November 5, 2025, 5:32 pm
Headline :

এককভাবে নির্বাচনে লড়ার ঘোষণা এনসিপির : সামান্তা শারমিন

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানিয়েছেন, কোনো রাজনৈতিক সমঝোতা নয়, নিজেদের সক্ষমতা নিয়েই নির্বাচনের মাঠে নামবে এনসিপি। বুধবার (৫ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “এই ঐতিহাসিক নির্বাচন এনসিপি নিজস্ব সক্ষমতায় লড়বে। কোনো সমঝোতা করা হবে না। ইনকিলাব জিন্দাবাদ।”

সব আসনে শাপলা কলির প্রার্থী প্রস্তুত’এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও একই সুরে বক্তব্য দিয়েছেন।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সব কটি আসনেই শাপলা কলি প্রতীকের প্রার্থী চূড়ান্ত করার কাজ চলছে।”

তিনি আরও জানান, “জুলাই সনদ ও সংস্কারের দাবির সঙ্গে কোনো রাজনৈতিক দল যদি সংহতি প্রকাশ করে, তাহলে জোট গঠনের বিষয়টি বিবেচনা করা হতে পারে। তবে এখন পর্যন্ত আমরা এককভাবেই এগোচ্ছি।” এর আগে তিনি জুলাই আন্দোলনে আহত হয়ে নিহত গার্মেন্টস নিরাপত্তাকর্মী গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে দেখা করেন।

নাহিদ ইসলাম বলেন, “গণতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। তাই তাঁর জন্য মনোনীত আসনগুলোতে প্রার্থী না দেওয়ার বিষয়টি বিবেচনায় আছে।”
‘নির্বাচনী সংস্কৃতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, “যাদের অর্থ আছে, গডফাদারগিরি করে, তারাই নির্বাচনে দাঁড়ায়—এই সংস্কৃতিকে আমরা চ্যালেঞ্জ করতে চাই। এলাকার শিক্ষক, ইমাম, শ্রমজীবী ও সৎ নাগরিকদের আমরা জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই। আমাদের লক্ষ্য হলো, জনগণের কাছ থেকে উঠে আসা প্রার্থীদের সংসদে পাঠানো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page