স্পোর্টস ডেস্ক :
মঙ্গলবার অ্যানফিল্ডে লিভারপুলের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদ ০-১ গোলে হেরে গেছে। ম্যাচের মূল আলোচিত চরিত্র ছিলেন থিবো কোর্তোয়া, যিনি প্রথমার্ধে একের পর এক অবিশ্বাস্য সেভ করে দর্শক ও সমর্থকদের মুগ্ধ করেছিলেন।
শুরুর ৫০ মিনিট পর্যন্ত কোর্তোয়া যেন একাই রিয়ালের প্রতিরক্ষা সামলাচ্ছিলেন। ডোমিনিক সোবোসলাই, কোডি গাকপো ও সালাহর ধারালো শটগুলো তিনি প্রায় সবই রুখে দিয়েছিলেন। ২৭ মিনিটে সোবোসলাইয়ের কাছাকাছি শটকে হাত দিয়ে ফিরিয়ে দেন কোর্তোয়া, যা সমর্থকদের মনে সিনেমার মতো দৃশ্যের ছাপ রেখে যায়।
তবে ৬১ মিনিটে সোবোসলাইয়ের নিখুঁত ফ্রি কিক থেকে আসা হেডে আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার গোল করলে রিয়ালের প্রতিরোধ ভেঙে যায়। এরপরও রিয়াল চাপ দিলেও কার্যকর হয়নি। শেষ পর্যন্ত লিভারপুলের ধারালো আক্রমণ ও কার্যকর শট কৌশল জয় নিশ্চিত করেছে।
ম্যাচে রিয়াল ৬১ শতাংশ বল দখল ও ৮টি শট নিয়েও মাত্র ২টি পোস্টে আঘাত হানা সম্ভব হয়েছে। বিপরীতে লিভারপুলের ১৭ শটের ৯টি লক্ষ্যভেদী ছিল। তিন বছর আগে ফাইনালে নায়ক হওয়া কোর্তোয়া এবারও নজরকাড়া সেভ করেছেন, তবে জয়ের নায়ক হতে পারেননি।