জেডটিভি বাংলা ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি আসন থেকে লড়বেন। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই আসনগুলোতে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ বলেন,
“বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং যাদের অভ্যুত্থানে ভূমিকা আছে, তাদের সম্মানে আমরা প্রার্থী নাও দিতে পারি। আমরা ৩০০টি আসনে এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। তবে কোনো দল আমাদের সংস্কার ও জুলাই সনদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করলে, সেই ক্ষেত্রে জোট বিষয় বিবেচনা করা হবে।”
তিনি আরও জানান, ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে। এছাড়া তিনি অভিযোগ করেছেন, জুলাই যোদ্ধাদের চিকিৎসার দায়িত্ব অন্তর্বর্তী সরকার ঠিকভাবে পালন করতে পারেনি। এর আগে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিপক্ষে দলটি কোনো প্রার্থী দেবো না।
দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, “বেগম খালেদা জিয়া সবসময় বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে ছিলেন। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও যাত্রাকে আমরা সম্মান করি। সেই সম্মানে তিনি যে তিনটি আসনে নির্বাচন করবেন, সেগুলোতে আমরা প্রার্থী দেবো না।”
বুধবার প্রকাশিত প্রাথমিক তালিকায় দেখা যায়, খালেদা জিয়া ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসনে নির্বাচনে লড়বেন।