স্পোর্টস ডেস্ক :
মৌসুমের শুরু থেকে অপ্রতিরোধ্য বায়ার্ন মিউনিখ এবার ইউরোপিয়ান ফুটবলে লিখল নতুন ইতিহাস।
প্যারিসের পার্ক দে প্রিন্সে স্বাগতিক পিএসজিকে ২–১ গোলে হারিয়ে টানা ১৬ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে জার্মান ক্লাবটি।
এই জয়ে তারা চ্যাম্পিয়নস লিগের গ্রুপের শীর্ষস্থানও দখল করেছে।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় বায়ার্ন। মাত্র ৪ মিনিটেই কলম্বিয়ান তারকা লুইস দিয়াজের গোলে এগিয়ে যায় অতিথিরা। ২১ মিনিটে পিএসজির উসমান দেম্বেলের গোলটি ভিএআরে অফসাইড ধরা পড়ে বাতিল হয়, আর কিছুক্ষণ পর চোট পেয়ে মাঠ ছাড়েন এই ফরাসি তারকা। ৩১ মিনিটে আবারও গোল করেন দিয়াজ—পিএসজি ডিফেন্ডার মারকিনিওসের ভুলে বল পেয়ে ঠাণ্ডা মাথায় জালে পাঠান তিনি। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ঘটল নাটকীয়তা—হাকিমির ওপর কড়া ট্যাকেলের কারণে ভিএআরে লাল কার্ড দেখেন দিয়াজ, ফলে ১০ জনে নেমে যায় বায়ার্ন।
দ্বিতীয়ার্ধে একজন বেশি নিয়ে মাঠে নামলেও পিএসজি গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। ৬৩ ও ৬৫ মিনিটে কাভারাস্কেইয়া ও গনজালো রামোস গোলের সুযোগ পেলেও ব্যর্থ হন। ৭৪ মিনিটে বদলি জোয়াও নেভেসের দুর্দান্ত বাইসাইকেল কিকে একমাত্র গোল পায় স্বাগতিকরা। বল দখলে দাপট দেখায় পিএসজি—৭১ শতাংশ সময় নিয়ন্ত্রণে রেখে নেয় ২৫টি শট (৯টি অন-টার্গেট)। অন্যদিকে বায়ার্নের মাত্র ৯ শটের মধ্যে ৫টিই লক্ষ্যে ছিল, আর সেখানেই কার্যকারিতায় পার্থক্য গড়ে দেয় জার্মানরা।
এই জয়ে টানা ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে এখন বায়ার্ন মিউনিখ। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। এটাই তাদের মৌসুমের প্রথম হার—আর বায়ার্নের জন্য এটি ইতিহাস ছোঁয়া মুহূর্ত; ইউরোপে টানা ১৬ ম্যাচ জয়, এক নতুন রেকর্ড। দুটি গোল করে দলকে জিতিয়েছেন, আবার লাল কার্ড দেখেও মাঠ ছাড়তে হয়েছে— লুইস দিয়াজ যেন এক ম্যাচেই লিখেছেন নাটক, রোমাঞ্চ ও নায়কের গল্প।