November 4, 2025, 6:29 pm
Headline :
বিএনপি নির্বাচনে জিতলে প্রধানমন্ত্রী কে হবেন বিএনপিতে যোগ দিলেন মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধ ‘যথাসময়ে প্রার্থী তালিকা ঘোষণা করবে জামায়াত’: আমির টাইফুন কালমেগির তাণ্ডবে ফিলিপাইনে ২৬ জনের মৃত্যু নোয়াখালীতে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বিএনপি’র বই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ২ কোটি টাকার সম্পদ গোপন রাখায় কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা ডিএসসিসির নতুন প্রশাসক নাগরিক সেবার মানোন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান ৩ শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত নারী ওয়ানডে বিশ্বকাপ সেরা একাদশে ৫ অলরাউন্ডার, ভারতের তিনজন জায়গা পেয়েছেন ২০ বছরের বেশি সাজা ভোগ করা ৩৭ বন্দি মুক্তি পাচ্ছেন

ওয়ানডেতে ব্যাটিং গড়ে কোহলি-বাবরকেও ছাড়িয়ে গেলেন যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমার

ওয়ানডেতে ব্যাটিং গড়ে কোহলি-বাবরকেও ছাড়িয়ে গেলেন যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমার
ওয়ানডেতে ব্যাটিং গড়ে কোহলি-বাবরকেও ছাড়িয়ে গেলেন যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমার

স্পোর্টস ডেস্ক :
ওয়ানডে ক্রিকেটে ব্যাটিং গড়ের দিক থেকে বিরাট কোহলি কিংবা বাবর আজম—দুজনকেই ছাড়িয়ে গেছেন যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার মিলিন্দ কুমার। ন্যূনতম এক হাজার রান করা ব্যাটারদের তালিকায় এখন সর্বোচ্চ গড় তার দখলে। এর আগে এই রেকর্ডটি ছিল নেদারল্যান্ডসের সাবেক তারকা রায়ান টেন ডাসকাটের। ৩৩ ওয়ানডেতে ৬৭ গড়ে ১,৫৪১ রান করেছিলেন তিনি। তবে নতুন পরিসংখ্যান অনুযায়ী ২২ ওয়ানডে খেলে ৬৭.৭৩ গড়ে ১,০১৬ রান করে তাকে পেছনে ফেলেছেন মিলিন্দ। চলতি বছরই তার ব্যাটিং ফর্ম সবচেয়ে উজ্জ্বল। ২০২৫ সালে এখন পর্যন্ত ১২ ওয়ানডেতে করেছেন ৬৫২ রান, গড় ৮১.৫০—যা যুক্তরাষ্ট্রের ব্যাটিং অর্ডারে স্থিতি এনে দিয়েছে নতুন আত্মবিশ্বাস।

গড়ের তালিকায় মিলিন্দ ও টেন ডাসকাটের পর তৃতীয় স্থানে আছেন ভারতের কিংবদন্তি বিরাট কোহলি (৩০৫ ম্যাচে গড় ৫৭.৭১, রান ১৪,২৫৫)। এরপর আছেন— শুভমান গিল (৫৬.৩৬ গড়ে ২,৮১৮ রান),ডেভিড মালান (৫৫.৭৬ গড়ে ১,৪৫০ রান),বাবর আজম (৫৪.২৩ গড়ে ৬,২৯১ রান),মাইকেল বেভান (৫৩.৫৮ গড়ে ৬,৯১২ রান),এবি ডি ভিলিয়ার্স (৫৩.৫০ গড়ে ৯,৫৭৭ রান)।

সম্প্রতি আইসিসি বিশ্বকাপ লিগ-২ এ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দারুণ ইনিংস খেলেছেন মিলিন্দ কুমার। তার ১৩৭ রানের ঝড়ো ইনিংসে ভর করে যুক্তরাষ্ট্র তোলে ২৯২ রান, যেখানে সাইতেজা মুক্কামাল্লা যোগ করেন ১২৩ রান। দুজন মিলে চতুর্থ উইকেটে গড়েন ২৬৪ রানের জুটি, যা ওয়ানডে ইতিহাসে ঐ পজিশনে দ্বিতীয় সর্বোচ্চ। ভারতের মোহাম্মদ আজহারউদ্দিন ও অজয় জাদেজা ১৯৯৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২৭৫ রানের জুটি গড়েছিলেন—সেই রেকর্ডের পরেই অবস্থান করছে যুক্তরাষ্ট্রের এই জুটি।

পরে ২৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৪৯ রানে অলআউট হয় আমিরাত। যুক্তরাষ্ট্রের রুশিল উগারকার ২২ রানে ৫ উইকেট নিয়ে দলের বিশাল জয়ে অবদান রাখেন। ফলে তারা রেকর্ড ২৪৩ রানের ব্যবধানে জয় তুলে নেয়—ওয়ানডেতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় জয় এটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page