স্পোর্টস ডেস্ক :
লিভারপুলের প্রাক্তন ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড এবার প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ফিরে আসছেন। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের অ্যানফিল্ডে মুখোমুখি হবে তার নতুন দল।
২০ বছরেরও বেশি সময় লিভারপুলে খেলার পর ট্রেন্ট রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। নিজের পুরনো ক্লাবের মাঠে ফিরে তিনি মিশ্র প্রতিক্রিয়ার মুখে পড়বেন বলে আশা করা হচ্ছে। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে কোচ জাবি আলোনসো, ট্রেন্ট এবং দলের অন্যরা অ্যানফিল্ডে লিভারপুলের প্রয়াত তারকা দিয়েগো জোতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ট্রেন্টও আবেগঘন চিঠি লিখেছেন সাবেক সতীর্থের উদ্দেশ্যে, যেখানে স্মৃতিচারণ করেছেন পুরোনো সময় ও অনুভূতির।
রিয়াল কোচ আলোনসো বলেন, “এখানে তার অভ্যর্থনা নিয়ে আমাদের আলোচনা হয়নি। তবে তার নিজস্ব অনুভূতি আছে। লিভারপুলে তার ইতিহাস ভিন্ন, তাই প্রত্যাবর্তনটা উপভোগ্য হোক।” লিভারপুল কোচ আর্নে স্লটও জানিয়েছেন, “আমাদের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা চমৎকার ছিল। দর্শকরা কেমন প্রতিক্রিয়া দেখাবে তা বলা যায় না, কিন্তু আমরা প্রস্তুত।”
ফুটবলীয় পারফরম্যান্সের দিক থেকে লিভারপুল ব্যাকফুটে আছে। টানা চার হারের পর সর্বশেষ ম্যাচে জয় পেয়েছে তারা। EPL-এ ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে অবস্থান তৃতীয়। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে তিন জয় নিয়ে পাঁচ নম্বরে আছে।