বিনোদন ডেস্ক :
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের অভিনয় ক্যারিয়ার, নতুন প্রজেক্ট এবং দীর্ঘ বিরতির কারণ নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, নিজেকে শুধুমাত্র ছোট পর্দা বা ওটিটির সঙ্গে সীমাবদ্ধ রাখতে চান না।
তিশা বলেন, “আমি কখনও বলিনি আমি নাটক করব না বা ওটিটি করব না। আমি একজন অভিনেত্রী; গল্প ভালো লাগলে, যেখানে সুযোগ পাব, সেখানে অভিনয় করব। মঞ্চ নাটকও হতে পারে, যা আমি আগেও করিনি।”
তিনি আরও জানান, “একটি বড় এবং ভালো প্রজেক্টের জন্য আমি দীর্ঘ বিরতি নিয়েছিলাম। সেটা আমার পরিকল্পনা, কাজ না করা নয়।”
নিজের নতুন কাজ নিয়ে উত্তেজনা প্রকাশ করে তিশা বলেন, “আমি অনেক এক্সাইটেড, কিন্তু এই মুহূর্তে আমার টিম ছাড়া কিছু বলা সম্ভব নয়। আপনারা সবাই দোয়া ও সহযোগিতা করবেন। আমি ভালো কাজ দিয়েই পরিচিত, তাই ভালো কাজ দিয়েই থাকতে চাই। বাকি বিস্তারিত তখন বলব, যখন কাজ সফলভাবে শেষ হবে।”