স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর গভীর হতাশা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, উন্নত চিকিৎসা যারা নিতে পারেন, তারা দেশের বাইরে যান; আর যারা পারেন না, তারা দেশের অভ্যন্তরেই কষ্ট সহ্য করে মরেন।
জ্যোতি এক ফেসবুক পোস্টে লিখেছেন, https://www.facebook.com/share/p/1D6CR8N7by/ “সরকারি হাসপাতালে জরুরি বিভাগে ডাক্তার নেই। প্রাইভেট সেন্টারে সিজার করবেন এমন রোগী বেশি প্রাধান্য পান। টেস্ট করাতেও সমস্যা। আজ যা দেখলাম, মনে হলো আল্লাহ কাউকে রোগ বালাই না দিয়ে সরাসরি মৃত্যু দিক।”
তিনি দেশের চিকিৎসা ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যাকে তুলে ধরেছেন এবং এর ফলে সাধারণ মানুষ কতটা দুর্ভোগে রয়েছে তা জানিয়েছেন।
এ প্রসঙ্গে উল্লেখ্য, বিশ্বকাপ শেষে সম্প্রতি দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টুর্নামেন্টে তারা ৭ ম্যাচ খেলে মাত্র ১টি জয় পেয়েছে এবং ৮ দলের মধ্যে ৭ নম্বরে থেকে খেলাটি শেষ করেছে।