জেডটিভি বাংলা ডেস্ক:
জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে দর্শকদের আবেগ বরাবরই প্রবল। তবে সাম্প্রতিক ম্যাচগুলোতে দেখা গেছে, স্টেডিয়ামে সাকিবের পোস্টার বা ব্যানার নিয়ে প্রবেশ করতে গিয়ে অনেক দর্শক বাধার মুখে পড়ছেন। এ বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর।
সম্প্রতি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলার সময়ও সাকিবের নামসংবলিত প্ল্যাকার্ড নিয়ে গ্যালারিতে প্রবেশের সময় বাধার মুখে পড়েন দর্শকরা। ছিঁড়ে ফেলা হয় প্ল্যাকার্ডটি।
সোমবার (৩ নভেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে গণমাধ্যমকে আসিফ আকবর বলেন, ‘যখন সে বাংলাদেশ দলে এসেছে, তখন থেকে আমি সাকিবকে চিনি। তাকে ১৭-১৮ বছর ধরে চিনি। একজন ক্রিকেটার হিসেবে মূল্যায়ন করি। বাকিটা বলার জন্য রয়েছে ডিসিপ্লিনারি কমিটি। সাকিবের পোস্টার ঢুকবে কি ঢুকবে না, সেটা তারা বুঝবে।
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানকে ঘিরে ভক্তদের আগ্রহ কমেনি। যদিও গত ৫ আগস্টের পর থেকে দেশে ফেরেননি তিনি, এবং তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।
তবুও সাকিবকে কেবল একজন ক্রীড়াবিদ হিসেবেই মূল্যায়ন করতে চান বিসিবি পরিচালক আসিফ আকবর। তিনি বলেন, ‘সাকিবের প্রতি সবারই একটা সফট কর্নার আছে। সে বাংলাদেশের ব্র্যান্ড। তবে মাঠে তার পোস্টার থাকবে কি না, সেটা নিয়ম অনুযায়ী ডিসিপ্লিনারি কমিটিই নির্ধারণ করবে।’
বিসিবির এই মন্তব্যের পর ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে—স্টেডিয়ামে প্রিয় ক্রিকেটারকে ঘিরে আবেগ প্রকাশের অধিকার কতটা সীমিত হবে তা নিয়েই এখন প্রশ্ন ঘুরছে গ্যালারিতে।
গত ৫ আগস্টের পর আর দেশে ফিরতে পারেননি সাকিব। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও রয়েছে। তবে সাকিবকে শুধুমাত্র ক্রিকেটার হিসেবেই মূল্যায়ন করতে চান আসিফ। তিনি বলেন, ‘সাকিবের প্রতি একটা সফট কর্নার রয়েছে বাংলাদেশের। সে বাংলাদেশের ব্র্যান্ড। পোস্টার নিয়ে ঢুকবে কি না সেটা দেখবে ডিসিপ্লিনারি কমিটি।’