নিজস্ব প্রতিবেদক :
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আগামী কয়েক দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার কিছু স্থানে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। মঙ্গলবার (৪ নভেম্বর) এক সতর্কবার্তায় বিডব্লিউওটি জানায়, ৪ নভেম্বর রাত ১০টা থেকে ৭ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত সময়ের মধ্যে উপকূলীয় ও পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়া বয়ে যেতে পারে।
বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী,
বিডব্লিউওটি বিশেষভাবে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার কৃষকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, অতি ভারী বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হতে পারে, তাই কৃষকদের ফসল ও কৃষিজাত পণ্য সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ সময় পাহাড়ি ঢল বা জলাবদ্ধতা দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে।