November 4, 2025, 3:19 pm
Headline :
২ কোটি টাকার সম্পদ গোপন রাখায় কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা ডিএসসিসির নতুন প্রশাসক নাগরিক সেবার মানোন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান ৩ শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত নারী ওয়ানডে বিশ্বকাপ সেরা একাদশে ৫ অলরাউন্ডার, ভারতের তিনজন জায়গা পেয়েছেন ২০ বছরের বেশি সাজা ভোগ করা ৩৭ বন্দি মুক্তি পাচ্ছেন বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, দেশে ভরি কত? রোহিঙ্গা নারীদের ৯৭ শতাংশই শিক্ষার বাইরে: বৈশ্বিক প্রতিনিধিদলের গভীর উদ্বেগ ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার ৬৩ আসন শরিকদের জন্য খালি রেখেছে বিএনপি মনোনয়ন না পেয়েও প্রশংসায় ভাসছেন গায়ক মনির খান

চট্টগ্রাম-কক্সবাজারে অতি ভারী বৃষ্টির আশঙ্কা, কৃষকদের বিশেষ সতর্কতা

নিজস্ব প্রতিবেদক :
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আগামী কয়েক দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার কিছু স্থানে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। মঙ্গলবার (৪ নভেম্বর) এক সতর্কবার্তায় বিডব্লিউওটি জানায়, ৪ নভেম্বর রাত ১০টা থেকে ৭ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত সময়ের মধ্যে উপকূলীয় ও পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়া বয়ে যেতে পারে।

কোন এলাকায় কতটা বৃষ্টি

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী,

  • কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী ও নোয়াখালীসহ আশপাশের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
  • অন্যদিকে কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, বরিশাল ও ভোলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কৃষকদের প্রতি পরামর্শ

বিডব্লিউওটি বিশেষভাবে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার কৃষকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, অতি ভারী বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হতে পারে, তাই কৃষকদের ফসল ও কৃষিজাত পণ্য সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ সময় পাহাড়ি ঢল বা জলাবদ্ধতা দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page