নিজস্ব প্রতিবেদক :
পদোন্নতি ও বিভিন্ন দাবিদাওয়ার বিষয়ে আলোচনা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপস্থিত হয়েছেন সচিবালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। সোমবার (৩ নভেম্বর) সকালে শতাধিক কর্মকর্তা ও কর্মচারী মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাতের জন্য সেখানে যান। তবে সিনিয়র সচিব অনুপস্থিত থাকায় তারা অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকারের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. আব্দুল খালেক বেশ কয়েকটি দাবি উপস্থাপন করেন। তিনি জানান, সর্বশেষ সহকারী সচিব (নন ক্যাডার) পদে পদোন্নতি দেওয়া হয়েছিল মার্চ ২০২৫ সালে। এরপর থেকে প্রায় ৩০টি পদ শূন্য থাকলেও দীর্ঘ সাত মাস ধরে নতুন কোনো পদোন্নতি দেওয়া হয়নি।
তার ভাষায়, “২৪ জন এও/পিও কর্মকর্তার পদোন্নতির জন্য একটি নথি প্রস্তুত থাকলেও অজানা কারণে পিএসসিতে পাঠানো হচ্ছে না।”
কর্মকর্তারা দাবি করেন, প্রক্রিয়াধীন ২৩ জনের সহকারী সচিব পদে পদোন্নতির প্রস্তাব যেন দ্রুত সময়ের মধ্যে পিএসসিতে পাঠানো হয়। একই সঙ্গে তারা ইতোমধ্যে পদোন্নতি পাওয়া সহকারী সচিবদের ‘সিনিয়র স্কেল’ প্রদানে অতিরিক্ত সচিবের হস্তক্ষেপ কামনা করেন।
এছাড়া, বর্তমানে উপসচিবের ৯টি পদ শূন্য রয়েছে উল্লেখ করে দ্রুত পদোন্নতির দাবি তোলেন কর্মকর্তারা। তবে বিষয়টি এপিডি উইংয়ের এখতিয়ারাধীন হওয়ায় অতিরিক্ত সচিব এ বিষয়ে মন্তব্য না করে সংশ্লিষ্ট উইংয়ের সঙ্গে আলোচনার পরামর্শ দেন।
আলোচনা শেষে সংযুক্ত পরিষদের সভাপতি মো. আব্দুল খালেক সবাইকে ধৈর্য ধরে পরবর্তী কর্মসূচির ঘোষণার অপেক্ষা করতে অনুরোধ জানান এবং কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।