নিজস্ব প্রতিবেদক :
চলমান রাজনৈতিক সংকট ও সমসাময়িক বিষয় নিয়ে সোমবার (৩ নভেম্বর) সকালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন এবং জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুর ১২টায় সাংবাদিকদের উদ্দেশে ছয় মিনিটের সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এসব সিদ্ধান্ত জানান।
সভায় আলোচনা ও সিদ্ধান্ত
ড. আসিফ জানান, সভায় আলোচনা হয়েছে:
- জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ এবং সংবিধান সংস্কার আদেশ চূড়ান্তকরণ।
- সনদে উল্লেখিত গণভোট আয়োজন ও বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকায় তা চূড়ান্ত করার প্রয়োজন।
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মিত্র দলগুলোকে স্ব-উদ্যোগে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে সরকারের জন্য ঐক্যবদ্ধ নির্দেশনা দিতে আহ্বান জানানো হয়েছে।
- বর্তমান পরিস্থিতিতে কোনো উত্তেজনার সুযোগ না দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
ড. আসিফ পুনর্ব্যক্ত করেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাংবাদিকদের প্রশ্ন ও উপদেষ্টার মন্তব্য
- সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নিজেরা আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে পারেন। সরকার এর জন্য কোনো অতিরিক্ত আয়োজন করবে না।
- ‘আলটিমেটাম’ বিষয়ক প্রশ্নের উত্তরে বলেন, “আমরা কোনো আলটিমেটাম দেইনি। আমরা অপেক্ষা করব, তারপর সরকার সরকারের মতো সিদ্ধান্ত নেবে।”
- চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কিত প্রশ্নে জানান, প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় রয়েছে, তবে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সুপারিশ আশা করা হচ্ছে।
- দলগুলোর অভিযোগের বিষয়ে তিনি বলেন, এখন কোনো মন্তব্য নেই; দলগুলো যদি আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ নির্দেশনা দেয়, সিদ্ধান্ত গ্রহণ সরল হবে, না হলে সরকার নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবে।
ড. আসিফ সংবাদ সম্মেলনের শেষে উল্লেখ করেন, দলগুলো অত্যন্ত প্রতিকূল সময়ে একসাথে আন্দোলন ও আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, তাই সরকারের পক্ষ থেকে তাদের স্ব-উদ্যোগে একত্রিত সিদ্ধান্ত প্রদানের প্রত্যাশা করা হচ্ছে।