নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ও জোরালো ভূমিকা রাখবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সোমবার (৩ নভেম্বর) সকালে রাজধানীতে অনুষ্ঠিত ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও চতুর্থ ধাপের আনসার কোম্পানি-প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক বলেন, “অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় এবার আনসার বাহিনী আরও জোরালো ভূমিকা রাখবে। নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করা হবে। শুধু ভোটের দিন নয়, প্রচারণার সময়ও আনসার সদস্যরা মাঠে থাকবে। পাশাপাশি ভোটারদের করণীয় বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হবে।” তিনি আরও জানান, ভোটের চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীকে বিশেষভাবে প্রস্তুত করা হচ্ছে। “যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের বাছাই করে বাদ দেওয়া হবে। অভিযুক্ত সদস্যদের কোনো নির্বাচনী দায়িত্ব দেওয়া হবে না,”—যোগ করেন তিনি।
মেজর জেনারেল মোতালেব সাজ্জাদ বলেন, “ডিজিটাল রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে সদস্যদের নির্বাচনী দায়িত্ব দেওয়া হবে। এবারের নির্বাচনে প্রায় পাঁচ লাখ আনসার সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে।” তিনি আরও জানান, গত এক বছরে এক লাখ ৪৫ হাজার নতুন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে, যাদের সবাইকে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করানো হয়েছে।
“ডিসেম্বর পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে,”—বলেন আনসার বাহিনীর মহাপরিচালক।