স্পোর্টস ডেস্ক:
কাতার বিশ্বকাপের পর ধারাবাহিক চোটের কারণে ৪৩ দিন এবং ৯ ম্যাচের অপেক্ষা শেষে মাঠে ফিরলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। শনিবার (১ নভেম্বর) রাতে ব্রাজিলিয়ান লিগে ফোর্তালেজার বিপক্ষে সান্তোসের হয়ে মাঠে নামেন তিনি। ম্যাচের ৬৭ মিনিটে মিডফিল্ডার ভিক্টর হুগোর বদলি হিসেবে খেলেন। প্রায় ২৩ মিনিট খেলায় নেইমার খেলায় প্রাণবন্ত ছিলেন—দুইটি শট নেন, তিনটি সুযোগ তৈরি করেন এবং চারবার ড্রিবলের চেষ্টা করেন, যার মধ্যে দুটিতে সফল হন।
মাঠে নামার সঙ্গে সঙ্গে বলের উপর দারুণ নিয়ন্ত্রণ এবং নিখুঁত পাসের মাধ্যমে ম্যাচে নিজের ছাপ রেখেছেন নেইমার। ম্যাচের শেষ দিকে একটি ফ্রি কিকে শট নেন, যদিও সেটি গোল হয়নি।
চোট থেকে ফেরার পরও নেইমারের খেলার প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের নজর কাড়েছে, যা প্রমাণ করে তিনি আবারও সঠিক ফর্মে ফিরছেন।