নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তিনি নিজেও ঢাকার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রোববার (২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “আমরা ৩০০ আসন ধরে এগোচ্ছি। প্রার্থীদের তালিকা এ মাসের মধ্যেই প্রকাশ করা হতে পারে।”
কোন আসন থেকে নিজে প্রার্থী হবেন—এমন প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক বলেন, “আমি ঢাকার ছেলে, তাই ঢাকাতেই লড়ব।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠনকে সারা দেশে শক্তিশালী করতে ইতিমধ্যে ৫০টির বেশি জেলা কমিটি ও ৩২৩টি উপজেলা কমিটি গঠন করা হয়েছে। যেসব জেলায় এখনো কমিটি হয়নি, সেগুলোতেও এই মাসের মধ্যে কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের নেতারা।