স্পোর্টস ডেস্ক :
আগামী ১৫ নভেম্বর বাংলাদেশে পা রাখছে ভারতের ফুটবল দল। ১৮ নভেম্বর রাত ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে তারা বাংলাদেশ দলের সঙ্গে এশিয়ান কাপের ম্যাচ খেলবে। ভারতের পরিকল্পনা অনুযায়ী তারা ম্যাচের চার দিন আগে ঢাকায় এসে পরিবেশে পূর্ণ অনুশীলনের প্রস্তুতি নেবে। প্রাথমিকভাবে ভারতের পরিকল্পনা ছিল ম্যাচের এক দিন আগে অনুশীলন করা, কিন্তু কোচ খালিদ জামালির সিদ্ধান্তে সময় নিয়ে ঢাকায় আসা হবে। এ প্রসঙ্গে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) প্রায় ৫০ জনের প্রাথমিক তালিকা বাফুফেকে পাঠিয়েছে। সুনীল ছেত্রীর নাম এই তালিকায় নেই, তবে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
ভারতীয় দল ১৫ নভেম্বর আসবে এবং ১৯ নভেম্বর চলে যাবে। এই পাঁচ দিনের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এসময় ভারতীয় দূতাবাস বাফুফের সঙ্গে সমন্বয় করছে। ২৩ বছর পর ভারতের সিনিয়র ফুটবল দল বাংলাদেশে আসছে। শেষবার তারা ঢাকায় এসেছিল ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে, যেখানে বাংলাদেশ প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর ভারত কয়েকবার এসেছে অনূর্ধ্ব-২৩ দল পাঠিয়ে।
২০২৩ সালে বাংলাদেশ ভারতে এশিয়ান কাপ বাছাই খেলেছিল, যেখানে সুনীল ছেত্রীর জোড়া গোলে ভারত জয় পায়। করোনার কারণে ফিরতি ম্যাচ তখন হয়নি। এবারও দুই দেশের ফুটবলের মধ্যেকার উত্তেজনা থাকবে, যদিও এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে উভয় দল বিদায় নিয়েছে। বাংলাদেশের জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেছেন, আগের ভারতের অ্যাওয়ে ম্যাচের সমস্যাগুলো ভুলে নতুনভাবে আয়োজন করতে হবে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, ভারতকে সর্বোচ্চ আতিথেয়তা প্রদানের চেষ্টা করা হবে, যাতে তারা সন্তুষ্ট থাকে।
এরই মধ্যে ভারত থেকে একটি প্রতিনিধি দল ঢাকায় এসে ভেন্যু, হোটেল ও অনুশীলন মাঠ পরিদর্শন করেছে। ভারতের আগমনের আগে নেপাল ফুটবল দলও বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে আসছে। তারা ১০ নভেম্বর ঢাকায় পৌঁছাবে এবং ১৩ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ম্যাচ খেলবে। ভারতের বিপক্ষে হামজা চৌধুরী খেলবেন।