January 11, 2026, 8:45 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

নারী বিশ্বকাপ ফাইনাল: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, নতুন ইতিহাসের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক :
ভারতীয় নারী ক্রিকেট দল এবারই তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে। ২০০৫ ও ২০১৭ সালে ফাইনালে খেললেও শিরোপা জেতে পারেনি ভারত। ২০০৫ সালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তারা, আর ২০১৭ সালে ইংল্যান্ডের কাছে।

অপরদিকে, দক্ষিণ আফ্রিকা নারী দল প্রথমবারের মতো ফাইনালে উঠেছে। দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তারা শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখা যাচ্ছে। ঘরের মাঠে খেলা ভারত ও শক্তিশালী ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকা—যে কোনো দলই জয়ী হলে ইতিহাস তৈরি করবে। ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌর ও স্মৃতি মন্ধান নেতৃত্বে ফাইনালে দলের দায়িত্ব বড়। ২০২৩ ও ২০২৪ সালের পর ২০২৫ সালে আবারও বিশ্বকাপ ফাইনালে ওঠা ভারতীয়দের জন্য এটি স্বপ্ন পূরণের সুযোগ। উল্লেখযোগ্যভাবে, পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ছেলেরা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছিল; এবার সেই প্রতিদ্বন্দ্বিতা নারী ক্রিকেটে নতুন রূপ নিয়েছে।

ফাইনালের আগে ভারতের কৃতিত্বের অন্যতম কারণ হল সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়। চোটের কারণে কিছু খেলোয়াড় বাদ পড়লেও অধিনায়ক হারমানপ্রিত এবং জেমাইমা রদ্রিগেজ দলের রান যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।দক্ষিণ আফ্রিকার প্রধান সমস্যা হল ধারাবাহিকতার অভাব। নির্ভরশীলতা মূলত চার-পাঁচজন খেলোয়াড়ের ওপর—অধিনায়ক লরা উলভারডট, ব্যাটার তাজমিন ব্রিটস, অলরাউন্ডার মারিয়ানা কাপ, নাদিনে ডি ক্লার্ক এবং স্পিনার ননকুলুলেকো এমলাবা। তবে ভারতের মাটিতে তাদের ফর্ম কিছুটা অনিশ্চিত। লিগ পর্বে ভারতের রিচা ঘোষ ছাড়া অন্য ব্যাটাররা সুবিধা নিতে পারেননি। তবু ফাইনালে আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা, আর ভারতও প্রস্তুত। ২০২৪ সাল থেকে দুই দলের ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে ভারত। নারীদের ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি ৩৪ ম্যাচের মধ্যে ভারতের ২০ জয়, দক্ষিণ আফ্রিকার ১৩ জয়, এবং একটি ম্যাচ ড্র।

ফাইনালে কে জিতবে—ভারত নাকি দক্ষিণ আফ্রিকা—এটি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে দু’দলেরই ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে নতুন বিশ্বচ্যাম্পিয়নের জন্য অপেক্ষা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *