বিনোদন ডেস্ক:
অভিনেত্রী তাসনিয়া ফারিণ আবারও কলকাতার চলচ্চিত্রে কাজের প্রস্তুতি নিচ্ছেন। টালিগঞ্জের একটি নতুন সিনেমা নিয়ে আলোচনায় আছেন এই অভিনেত্রী।সম্প্রতি কলকাতার একটি সিনেমার প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ফারিণ। জানা গেছে, নতুন একটি চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে আলোচনার জন্যই তার এ সফর। তবে বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি।
কলকাতার একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ফারিণ বলেন, “নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে একটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। দেখা যাক কী হয়। এর বেশি কিছু বলতে পারব না।” এর আগে ফারিণ কলকাতার ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপর তিনি বিপ্লব গোস্বামীর ‘পাত্রী চাই’ এবং অভিজিৎ সেনের ‘প্রজাপ্রতি–২’ ছবিতে অভিনয়ের কথা থাকলেও ভিসা জটিলতায় কাজ দুটো থেকে সরে আসেন।
দেশে ফারিণের প্রথম সিনেমা ‘ফাতিমা’ মুক্তি পায় গত বছর ডিসেম্বরে, আর গত কুরবানির ঈদে মুক্তি পায় তার প্রথম বাণিজ্যিক ছবি ‘ইনসাফ’। দুই দেশের কাজের পার্থক্য প্রসঙ্গে ফারিণ বলেন, “বাংলাদেশে কাজের স্বাধীনতা কিছুটা বেশি, আর ভারতে কাজ অনেক বেশি সংগঠিত ও পেশাদার। তবে ভাষা ও সংস্কৃতি দুই জায়গাতেই এক।”