নিজস্ব প্রতিবেদক:
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ দুপুরে গণমাধ্যমের সঙ্গে ব্রিফিং করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।
এসময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।