January 12, 2026, 6:19 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

বিএনপির তৈরি রাজনৈতিক অনিশ্চয়তা নির্বাচনপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে: জামায়াত

বিএনপির তৈরি রাজনৈতিক অনিশ্চয়তা নির্বাচনপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে: জামায়াত

জেডটিভি বাংলা ডেস্ক,

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপির সনদ (জুলাই জাতীয় সনদ) বাস্তবায়ন নিয়ে সৃষ্ট নতুন প্রেক্ষাপট জাতীয় নির্বাচন আয়োজন প্রক্রিয়াকে বিপথগামী করছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক ভিডিওবার্তায় তিনি এসব মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, “জাতীয় নির্বাচনের আগমুহূর্তে বিএনপির তৈরি রাজনৈতিক অনিশ্চয়তা ও উত্তাপ ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।” জামায়াত নেতা আরও বলেন, সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির আচরণ সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং এতে দেশের গণমানুষও বিভ্রান্ত হবে।

তাহের গুরুতর অভিযোগ করে বলেন, সরকারের কিছু পদক্ষেপ একটি নির্দিষ্ট দলের প্রতি অনুক্রম প্রকাশ করেছে, যা সরকারী নিরপেক্ষতাকে দুর্বল করছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা লন্ডন সফরের পর গৃহীত রোডম্যাপ ও সিদ্ধান্তগুলো ‘অসম’ ও ‘অবৈধ’ চুক্তির ছাপ ফেলেছে বলে অভিযুক্ত করেছেন তিনি। এছাড়া উপদেষ্টা পরিষদে রাজনৈতিক দলের মার্কা ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্তে বিভক্তি দেখা গেলে সরকার পুনর্বিবেচনার নামে নির্দিষ্ট একটি দলের প্রতি আনুগত্য প্রদর্শন করেছে—এটাই জামায়াতের নায়েবে আমিরের প্রধান অসন্তোষ।

জামায়াত ঐ সিদ্ধান্ত মানবে না—এমন সতর্কবাণীও দেন তিনি। তিনি বলেন, নির্বাচন কমিশন ও উপদেষ্টা পরিষদে পূর্বে দলগুলোর নিজ নিজ প্রতীকে নির্বাচন করার যে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, সে নীতির প্রতি জামায়াত অটল রেখেছে। তাই জামায়াত উপদেষ্টা পরিষদের সাম্প্রতিক সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছে; নাহলে তারা রাজপথে প্রতিবাদে নামবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তাহের বলেন, সংস্কার ও রিফর্ম—যেগুলো উনারই ‘নির্ধারণ’—সেগুলো বাস্তবায়নে উনি দৃঢ় থাকবেন বলে জনগণ বিশ্বাস করে। কিন্তু যদি উনি অন্যরকম পদক্ষেপ নেন—অর্থাৎ নির্দিষ্ট দলের চাপে সনদকে আইনগত ভিত্তি দেওয়ার পথে পিছিয়ে যান—তাহলে জনগণের সঙ্গে করা তার প্রতিশ্রুতি ভঙ্গ হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তাই জামায়াত আশা করে, প্রধান উপদেষ্টা স্বচ্ছ ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে সংস্কার বাস্তবায়নে অটল থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *