বিনোদন ডেস্ক:
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবার লন্ডনে হ্যালোইন উৎসবে অংশ নিয়ে ভক্তদের নজর কাড়েছেন। প্রতি বছর ৩১ অক্টোবর নানা আয়োজনে উদযাপন করা হয় হ্যালোইন, আর এ বছরও তিনি ব্যতিক্রম ছিলেন না।
বর্তমানে লন্ডনে অবস্থানরত অপু বিশ্বাস সেখানে অংশ নিয়েছেন এক ফ্যাশন ডিজাইনারের হ্যালোইন পার্টিতে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, অপু বিশ্বাস ও ওই ডিজাইনার কালো পোশাক এবং মুখোশ পরে উৎসবের আমেজে পোজ দিয়েছেন। পার্টির ছবি শেয়ার করে ডিজাইনার লিখেছেন, আমাদের হ্যালোইন পার্টি; বলিউড কুইন অপু বিশ্বাসের সঙ্গে।
এর আগে অস্ট্রেলিয়ায় অবস্থানরত ঢালিউড তারকা শাবনূরও তার ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে অংশ নিয়েছিলেন এবং সেই ছবি ফেসবুকে প্রকাশ করেছিলেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য, অক্টোবরের শেষ দিনটি পশ্চিমা বিশ্বে হ্যালোইন উৎসব হিসেবে পালিত হয়। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে এটি কয়েক বিলিয়ন ডলারের ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। ম্যানহাটনে অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম হ্যালোইন প্যারেডে প্রতিবছর হাজারো মানুষ অংশগ্রহণ করেন, যেখানে পোশাক, আলো, সঙ্গীত ও আতশবাজিতে শহর মুখরিত থাকে।