নিজস্ব প্রতিবেদক:
বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, বর্তমানে দেশে গণভোটের পরিস্থিতি নেই। শনিবার (১ নভেম্বর) চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ ঘাটচেক হাজী আবদুর রশিদ চেয়ারম্যান বাড়িতে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের সঙ্গে আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি। তবে ১৬০টি দাবি তুলে গণভোটের কথা বললেও তা জনগণের সামনে উপস্থাপন করা হয়নি। নির্বাচনের আগে এই বিষয়গুলো রাজনৈতিকভাবে সমাধান হলে দেশময় মঙ্গল হবে।”
হুম্মাম কাদের অভিযোগ করেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে, কারণ যারা এখনো প্রস্তুতি নি, তারা জানে নির্বাচনে ১০-২০টির বেশি আসন পাবে না। তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচন দ্রুত সম্পন্ন করা জরুরি।
সাক্ষাৎকারে তিনি ফেসবুকে নির্বাচনের বিষয়ে আনন্দ প্রকাশকারী মানুষদেরও সতর্ক করেন, “গ্রিন নয়, লাল সিগন্যাল পেলে মুখে যে পরিস্থিতি হবে, তা আগে থেকেই বুঝে নেওয়া উচিত।”