January 11, 2026, 3:29 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

‘আমি সিরিয়ালে অভিনয় করতে আসিনি’; শুভশ্রী

‘আমি সিরিয়ালে অভিনয় করতে আসিনি’; শুভশ্রী

বিনোদন ডেস্ক:

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এখন টলিউডের প্রথম সারির তারকা। বড় পর্দা থেকে ওটিটি—সব মাধ্যমেই সমানভাবে দর্শকপ্রিয়তা পেয়েছেন রাজ ঘরণী শুভশ্রী। তার ঝুলিতে রয়েছে ‘গৃহপ্রবেশ’, ‘ধূমকেতু’র মতো একাধিক সফল সিনেমা।

তবে এই জায়গায় পৌঁছাতে শুভশ্রীর পথ মোটেও সহজ ছিল না। একসময় কমার্শিয়াল সিনেমায় নায়িকাদের ‘প্রপ’ হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু শুভশ্রী শুরু থেকেই নিজের অবস্থান ও স্বপ্ন সম্পর্কে ছিলেন দৃঢ়। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের এক অজানা অধ্যায় তুলে ধরেন তিনি।

শুভশ্রীর ভাষায়, প্রথমবার কলকাতায় আসার পর অনুরাগ বসুর কাছ থেকে অভিনয়ের প্রস্তাব পাই। শুনে ভেবেছিলাম সিনেমার কাজ হবে। পরে জানলাম, সেটা হিন্দি সিরিয়াল।

তিনি হাসতে হাসতে জানান, তখনই বলেছিলাম, ‘আমি সিরিয়ালে অভিনয় করতে আসিনি দাদা, ছবিতে কাজের সুযোগ থাকলে আমাকে ডেকো। শুভশ্রীর আত্মবিশ্বাস দেখে অনুরাগ বসু নাকি তখনই বলেছিলেন, তুমি অনেক দূর এগোবে।

২০০৮ সালে ‘পিতৃভূমি’ ছবিতে সাইড রোলে অভিনয় করে টলিউডে পা রাখেন শুভশ্রী। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায় রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘চ্যালেঞ্জ’ সিনেমায় দেবের বিপরীতে অভিনয়ের পর।

বর্তমানে শুভশ্রী টলিউডের সফল অভিনেত্রীদের অন্যতম- যিনি নিজের পরিশ্রম, আত্মবিশ্বাস ও লক্ষ্যনিষ্ঠতার মাধ্যমে প্রমাণ করেছেন, সুযোগ নয়, যোগ্যতাই একজন শিল্পীর প্রকৃত পরিচয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *