January 13, 2026, 3:45 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

প্রবীণদের প্রতি রাষ্ট্রের আরও মনোযোগ থাকা উচিত”: ফারুক ই আজম

নিজস্ব প্রতিবেদক :
মুক্তিযোদ্ধা বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেছেন, রাষ্ট্রের উচিত প্রবীণদের প্রতি আরও মনোযোগী হওয়া। তিনি বলেন, “প্রবীণরা সমাজে উপেক্ষিত হয়েছেন, অনেকেই অপাংক্তের মতো জীবনযাপন করতে বাধ্য হয়েছেন। এই দায় আমাদেরই নিতে হবে, কারণ এই রাষ্ট্র এবং সমাজ আমরা তৈরি করেছি।”

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে নগরীর সিনিয়র্স ক্লাবে ‘দি সিনিয়র সিটিজেন্স সোসাইটির’ ৮ম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্র ও সমাজে প্রবীণদের অবস্থান :
ফারুক ই আজম আরও বলেন, “অবসরের পর রাষ্ট্র থেকে অনেক প্রবীণ পরিত্যক্ত হন, কিন্তু নিজের পরিবার এবং সমাজ থেকেও বহুজন উপেক্ষিত হন। আমাদের সমাজে ভিলেনরা সবসময় নায়ক হয়েছে, এসব কালো অধ্যায় যেন আর না ঘটে তা নিশ্চিত করতে হবে। পরবর্তী প্রজন্মকে একটি সুস্থ ও সকলের জন্য বাসযোগ্য সমাজ উপহার দিতে হবে।”

সামাজিক সংহতি ও মেলবন্ধন :
তিনি জানান, সমাজের বিভেদ মিটিয়ে সামাজিক মেলবন্ধন তৈরি করা অত্যন্ত জরুরি। “আমাদের সকল বিভেদ কাটিয়ে একত্রে কাজ করতে হবে,” তিনি বলেন।

আলোচনা সভায় উপস্থিতি :
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও দৈনিক আজাদীর সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালেক। বক্তব্য রাখেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক দিলীপ কান্তি দাশ, সাধারণ সম্পাদক লায়ন সিরাজুল হক আনসারী, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এ এম কামাল উদ্দিন চৌধুরী, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, সংগঠনের উপদেষ্টা ডা. মাহবুবুল হক চৌধুরী, আজীবন সদস্য লায়ন নুরুল আলম, লায়ন আহসান, মাহবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, সাংবাদিক মঈনুদ্দীন কাদেরী শওকত, ডা. দুলাল দাশ, লায়ন আবদুস সামাদ খান, লায়ন জাহাঙ্গীর মিঞা, মীর মোজাফ্ফর হোসেন, লায়ন স্বপন কুমার পালিত প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *