নিজস্ব প্রতিবেদক :
জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “যারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না, তারা প্রকৃত অর্থে গণতন্ত্রে বিশ্বাসী নয়।” শনিবার (১ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে জামায়াত আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ মন্তব্য করেন।
মুজিবুর রহমান বলেন, “বিগত সরকারগুলোর সময় দেশের জনগণ পূর্ণ নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। জামায়াত-শিবির সবসময় জনকল্যাণমুখী রাজনীতি করে আসছে এবং এই ধারা অব্যাহত রাখতে জনবান্ধব নেতৃত্ব তৈরি করছে।” তিনি আরও বলেন, “মানুষ যেমন চিকিৎসা চায়, দেশেরও এখন চিকিৎসা দরকার। দীর্ঘদিন ধরে রাষ্ট্রের নানা প্রতিষ্ঠান রোগে-শোকে ভুগছে।” আগামী জাতীয় নির্বাচনে ইসলামী রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যবদ্ধ অংশগ্রহণের ইঙ্গিত দিয়ে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, “সব ইসলামি দল ঐক্যবদ্ধ হয়ে মানুষের অধিকার আদায়ে ভোটযুদ্ধে নামবে।”
পিআর পদ্ধতির পক্ষে জামায়াত : নির্বাচনে প্রতিনিধিত্বমূলক অনুপাতভিত্তিক (PR) পদ্ধতির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “এই পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকা ও পেশিশক্তির দৌরাত্ম্য অনেক কমে যাবে। ভোট ডাকাতি বন্ধ করতে হলে পিআর পদ্ধতির নির্বাচনই একমাত্র সমাধান।”
তিনি আরও সতর্ক করেন, “গণভোট ও জাতীয় নির্বাচন যদি একই দিনে হয়, তাহলে গণভোটের কোনো বাস্তব মূল্য বা গুরুত্ব থাকবে না।”