নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, “নৌকা ডুবেছে, এখন শাপলা ভাসবে।” নির্বাচন কমিশনের (ইসি) ‘অহংকার’ ও একটি প্রভাবশালী রাজনৈতিক দলের হস্তক্ষেপের কারণেই এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন সরোয়ার তুষার। তিনি বলেন, “শাপলা হবে ডুবে যাওয়া নৌকার বিকল্প প্রতীক। ইসি পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নিচ্ছে, যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক।” সরোয়ার তুষার বলেন, “আওয়ামী লীগের পর জাতীয় পার্টিই দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তাদের নেতা এরশাদ এখন কবরে, জাতীয় পার্টিও সেই পথে হাঁটছে। এরা ভারতের এজেন্ট, আওয়ামী লীগের ব্যানারে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়, যা দেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না।” জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গে এনসিপি নেতা বলেন, “এটি জাতির সঙ্গে এক মহা প্রতারণা। সনদের আইনি স্বীকৃতির জন্য অবিলম্বে গণভোটের আয়োজন জরুরি।”
বিএনপির অবস্থান নিয়েও সমালোচনা করেন সরোয়ার তুষার। তিনি বলেন, “বিএনপি যদি ‘না ভোট’ প্রচারণা চালায়, তাদের ৩০ শতাংশ ভোট গেলেও সনদ বিপুল ভোটে পাস হবে। তখন তারা আয়নায় মুখ দেখাতে পারবে না। অতীত থেকে কিছুই শেখেনি তারা— জিয়াউর রহমান নিজেই একসময় ‘হ্যাঁ-না ভোট’ করেছিলেন, এখন সেই ব্যবস্থারই বিরোধিতা করছে।” সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলা।
এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, ফরিদপুর বিভাগীয় সংগঠক রাসেল আহম্মেদসহ ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর জেলার কয়েকশ নেতা-কর্মী।