ক্রীড়া ডেস্ক:
বাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর স্বপ্ন— একদিন ছেলের সঙ্গে একই জার্সিতে পর্তুগালের হয়ে মাঠে নামবেন। বয়স ও সময়ের ব্যবধানের কারণে সেটি বাস্তবে কঠিন হলেও, সেই স্বপ্নের পথে ধীরে ধীরে এগিয়ে চলেছেন রোনালদোর ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র। বৃহস্পতিবার রাতে তুরস্কে অনুষ্ঠিত ফেডারেশন্স কাপে পর্তুগাল অনূর্ধ্ব–১৬ দলে অভিষেক হয়েছে ১৫ বছর বয়সি এই ফুটবলারের। এর আগে তিনি খেলেছেন অনূর্ধ্ব–১৫ দলে। প্রতিযোগিতার প্রথম ম্যাচে স্বাগতিক তুরস্ককে ২–০ গোলে হারায় পর্তুগাল অনূর্ধ্ব–১৬ দল। যোগ করা সময়ে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন রোনালদো জুনিয়র। সময় কম পেলেও, দলের জয় দিয়ে আন্তর্জাতিক যাত্রা শুরু করতে পেরে উচ্ছ্বসিত তিনি।
দলের কোচ জানিয়েছেন, ওয়েলস ও ইংল্যান্ডের বিপক্ষে পরবর্তী দুই ম্যাচে তরুণ ফরোয়ার্ডকে আরও বেশি সময় মাঠে দেখা যাবে। এর আগে অনূর্ধ্ব–১৫ দলে অভিষেক ম্যাচেই নজর কাড়েন রোনালদো জুনিয়র— ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে দলকে শিরোপা জেতান তিনি। ক্লাব পর্যায়ে জুনিয়র খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসর একাডেমির হয়ে— যেখানে তার বাবাও সিনিয়র দলে খেলছেন।
রোনালদো একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমার শেষ ইচ্ছে— একদিন জাতীয় দলে আমার ছেলের সঙ্গে খেলা।” সন্তানের এই অগ্রযাত্রা সেই অসম্ভব স্বপ্নকে হয়তো একটু হলেও কাছে নিয়ে যাচ্ছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকার।