স্পোর্টস ডেস্ক :
আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর। এর আগে প্রস্তুতির অংশ হিসেবে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। এই দুটি ম্যাচকে সামনে রেখে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। তবে দলের অন্যতম ভরসা হামজা চৌধুরী এখনই যোগ দিচ্ছেন না। তিনি ক্লাব দায়িত্ব শেষ করে দেশে ফিরবেন।
৯ নভেম্বর ঢাকায় আসবেন হামজা
জাতীয় দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, “ইংলিশ চ্যাম্পিয়নশিপে ৮ নভেম্বর লেস্টার সিটির ম্যাচ রয়েছে নরউইচ সিটির বিপক্ষে। ওই ম্যাচ শেষে হামজা দেশে ফেরার জন্য রওনা হবেন। ৯ নভেম্বর ঢাকায় আসার কথা তার।” স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা আপাতত নিজ দেশে অবস্থান করছেন। তবে শিগগিরই তিনি ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন দলের ম্যানেজার। আপাতত হংকং–চায়না ম্যাচে খেলা ফুটবলারদের নিয়েই ক্যাম্প শুরু করছেন সহকারী কোচরা।
এএফসি বাছাইয়ের আগের দুই ম্যাচে দুটি হলুদ কার্ড পাওয়ায় ফাহামিদুল ইসলাম ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না। তবে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে তিনি অংশ নিতে পারবেন। ইতালির ক্লাব অলবিয়া এফসি–তে খেলা এই ফরোয়ার্ড ইতোমধ্যে জাতীয় দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। অন্যদিকে, শমিত সোমকে পাওয়া যাবে কি না, তা এখনো অনিশ্চিত। কানাডা প্রিমিয়ার লিগে তার ক্লাব কাভারলি এফসি–এর শেষ ম্যাচ ৩ নভেম্বর। এরপরই আন্তর্জাতিক বিরতি শুরু হবে। সেই ম্যাচ শেষে সুযোগ হলে শমিত বাংলাদেশে এসে ক্যাম্পে যোগ দিতে পারেন।