October 30, 2025, 7:02 am
Headline :

ঐকমত্য কমিশনের সুপারিশমালা ‘প্রতারণামূলক’: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় ঐকমত্য কমিশনের প্রণীত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশমালাকে ‘প্রতারণামূলক’ বলে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অবিলম্বে ওই সুপারিশমালা সংশোধনের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভাটি সাংবাদিক এহসান মাহমুদের রচিত ‘বিচার সংস্কার নির্বাচন: অন্তবর্তী আমলে বাংলাদেশ’ গ্রন্থের প্রকাশনা উপলক্ষে অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন তাদের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে, যেখানে প্রধান উপদেষ্টার স্বাক্ষরও রয়েছে। কিন্তু বিস্ময়ের বিষয়, আমরা যেসব বিষয়ে একমত ছিলাম না, সেগুলো নিয়ে যে নোট অব ডিসেন্ট দিয়েছিলাম— তা চূড়ান্ত প্রতিবেদনে একেবারেই অন্তর্ভুক্ত করা হয়নি।”

তিনি আরও অভিযোগ করেন, “আমাদের মতবিরোধগুলো ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে। এটাকে আমি কোনোভাবেই ঐকমত্য বলতে পারি না। জাতীয় ঐকমত্য কমিশন গঠনের মূল উদ্দেশ্যই ছিল সকল পক্ষের মতামত প্রতিফলিত করা, কিন্তু তা হয়নি। ফলে এটি জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ধরনের প্রতারণা।”

বিএনপি মহাসচিব বলেন, “এ ধরনের একপেশে সুপারিশ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে। তাই এই প্রতিবেদন অবিলম্বে সংশোধন করা জরুরি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page