October 29, 2025, 7:45 pm
Headline :
ঐকমত্য কমিশনের সুপারিশমালা ‘প্রতারণামূলক’: মির্জা ফখরুল তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের চূড়ান্ত শুনানি ২ নভেম্বর পর্যন্ত মুলতবি পোশাক নিয়ে কটুক্তি, জুতাপেটা করলেন তরুণী: ভাইরাল ভিডিও ‘অন্তর্বর্তী সরকার অন্য দলের সঙ্গে প্রতারণা করেছে’ — নুরুল হক নুর ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড, আহত অন্তত ৪৩ জন “সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে— খায়রুল আলম রফিক” জাতীয় নাগরিক পার্টি সরকারের প্রতি ৩ আহ্বান জানালো গাজা গণহত্যায় ৬০-এর বেশি দেশের জড়িত থাকার অভিযোগ, জাতিসংঘে বিস্ফোরক প্রতিবেদন এনসিপির সঙ্গে জোট গুঞ্জন খণ্ডন করল গণঅধিকার: রাশেদ খানের মন্তব্য হাসিনার প্লট দুর্নীতি মামলায় সাবেক রাজউক সদস্য খুরশীদের আত্মসমর্পণ

আইয়ুব বাচ্চুর গান গেয়ে ভাইরাল সালমান শাহ হত্যা মামলার আসামি ডন

বিনোদন ডেস্ক :
বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহের রহস্যমৃত্যু আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় তার লাশ উদ্ধার হয়। দীর্ঘদিন ধরে আত্মহত্যা হিসেবে দেখা হলেও, সম্প্রতি এই ঘটনা হত্যা মামলা হিসেবে গৃহীত হয়েছে আদালতে। এই মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা, আজিজ মোহাম্মদ ভাই ও খলঅভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। আদালত ইতিমধ্যে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন।

মামলার আসামিদের বিরুদ্ধে নতুন করে আইনি পদক্ষেপের খবরের মধ্যেই ভাইরাল হয়েছেন খলঅভিনেতা আশরাফুল হক ডন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার গাওয়া প্রয়াত সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘এখন অনেক রাত’। ভিডিওটিতে দেখা গেছে, ঘরোয়া পরিবেশে হাতে মাইক্রোফোন নিয়ে গানটি গাইছেন তিনি। মুহূর্তেই ক্লিপটি ভাইরাল হয়— কয়েক ঘণ্টার ব্যবধানে তা লক্ষাধিক ভিউ ছাড়িয়ে যায়। নেটিজেনদের কেউ প্রশংসা করেছেন ডনের গায়কী ও কণ্ঠের মাধুর্যের, আবার কেউ সমালোচনায় মুখর। কেউ লিখেছেন— “খলনায়ক হয়েও গলায় দারুণ জাদু,”
আবার কেউ বলেছেন— “গান গাও ভালো, কিন্তু এবার কারাগারে বসে গাওয়ার প্রস্তুতি নিন।”

আদালতের নিষেধাজ্ঞার পর থেকেই গুঞ্জন ছড়ায়— ডন দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
তবে সামাজিকমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি তা উড়িয়ে দিয়েছেন। লিখেছেন, “আমি পালাইনি, পালানোর প্রশ্নই আসে না। প্রয়োজনে আইনের কাছে আত্মসমর্পণ করব।” ১৯৯৬ সালের ডিসেম্বরে সালমান শাহের মৃত্যুর পর পিবিআই জানায়, এটি আত্মহত্যা। তবে সেই তদন্তে সন্তুষ্ট না হয়ে সালমান শাহের মা নীলা চৌধুরী ২০২১ সালে নারাজি আবেদন জানান।দীর্ঘ তদন্তের পর আদালত অবশেষে ঘটনাটিকে হত্যা মামলা হিসেবে পুনর্বিবেচনার নির্দেশ দেন, যা দুই দশক পর মামলাটিকে নতুন মোড় দেয়। সালমান শাহের মৃত্যু রহস্যে নতুন করে আলোচনায় আসা এই মামলায় এখন সবার নজর ডনের দিকে— গায়ক হিসেবে ভাইরাল, নাকি আসামি হিসেবে গ্রেফতার— সেটিই এখন দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page