প্রযুক্তি ডেস্ক :
ঘুম থেকে ওঠা থেকে রাতের শেষ প্রহর পর্যন্ত স্মার্টফোন এখন আমাদের নিত্যসঙ্গী। কিন্তু অনেকেই অজান্তে এমন একটি অভ্যাস গড়ে তুলেছেন, যা শুধু ফোনের ব্যাটারির ক্ষতি করছে না—বরং ডেকে আনছে বড় বিপদও।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা—রাতভর ফোন চার্জে রেখে ঘুমানো একেবারেই নিরাপদ নয়। কারণ, আধুনিক স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারি ১০০ শতাংশ চার্জ হওয়ার পরও বিদ্যুতের সংস্পর্শে থাকলে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে ব্যাটারির আয়ু কমে, পারফরম্যান্স নষ্ট হয়, এমনকি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের ঝুঁকিও তৈরি হতে পারে।
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন—ব্যাটারির চার্জ ৮০ শতাংশে পৌঁছালে চার্জার খুলে ফেলুন এবং ব্যাটারি ২০ শতাংশের নিচে নামার আগেই আবার চার্জ দিন। এতে ব্যাটারির আয়ু বাড়ে এবং ফোনের কর্মক্ষমতা দীর্ঘস্থায়ী থাকে।
তাঁরা আরও বলছেন, অবশ্যই ফোনের আসল বা মানসম্মত চার্জার ব্যবহার করা উচিত। নিম্নমানের চার্জার ব্যাটারির ক্ষতি করে এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। যদিও অনেক ফোনেই এখন স্বয়ংক্রিয়ভাবে চার্জ বন্ধ হয়ে যাওয়ার সুবিধা আছে, তবুও শুধু সেই ফিচারের ওপর নির্ভর না করাই ভালো।
স্মার্টফোন ব্যবহারে ছোট ছোট অভ্যাসই বড় পার্থক্য গড়ে দিতে পারে। তাই ঘুমানোর আগে ফোনটি চার্জে দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ার বদলে—একবার ভেবে দেখুন, এই অভ্যাস কি আপনার প্রিয় ফোনের জন্য অঘোষিত বিপদ ডেকে আনছে না?