October 28, 2025, 5:10 pm
Headline :
তারেক রহমানের বক্তব্যে অশ্রুসিক্ত মনোনয়নপ্রত্যাশীরা নওগাঁয় ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত, বিক্ষুব্ধ জনতার আগুন বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের জয়েন্ট চিফসের সৌজন্য সাক্ষাৎ অস্ট্রেলিয়ার রুপার খনিতে বিস্ফোরণ, নিহত ২ শেষ দুই ম্যাচ জিতে সিরিজ জিততে চান সাকিব ঐকমত্য নয়, বিভক্তির পথে দেশকে ঠেলছে কমিশন: সালাহউদ্দিন আহমদ জেলেনস্কি: যুদ্ধ চালাতে ইউরোপের ২-৩ বছরের আর্থিক সহায়তা প্রয়োজন ৪৮ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে কিছু এলাকায় ১,৬৩৮টি ক্রেডিট কার্ডের মালিক হয়ে গিনেস রেকর্ড করেছেন হায়দ্রাবাদের মনীশ ধামেজা জেলার দাবিতে ভৈরবে ট্রেনে পাথর নিক্ষেপ: ৩ কিশোর গ্রেপ্তার, ১৫০ অজ্ঞাত আসামি মামলা

শিক্ষকের বিতর্কিত মন্তব্যে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল রাবি

শিক্ষকের বিতর্কিত মন্তব্যে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল রাবি

রাজশাহী সংবাদদাতা,

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ. আল মামুনের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টকে কেন্দ্র করে সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ হয়। ছাত্ররা জোহা চত্বর থেকে বিক্ষোভ শুরু করে এবং পরে হল এলাকার সামনে অবস্থান নেয়।

অধ্যাপকের পোস্টে রাকসু হল সংসদের নারীদের শপথ গ্রহণের একটি ছবির উপর লেখা মন্তব্যকে অশোভন ও নিন্দনীয় আখ্যা দিয়ে অনেকে সমালোচনা শুরু করলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। পরে সেই পোস্ট অধ্যাপক নিজেই মুছে ফেলেন। তা সত্ত্বেও শিক্ষার্থীরা ক্ষোভে ভরে বিক্ষোভে নামে।

বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘মামুনের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘মদখোরের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘তোমার আমার পরিচয়, হিজাব হিজাব’সহ নানা স্লোগান দেয়। হোলগুলোর সামনে থেকে আরও শিক্ষার্থী বিক্ষোভে যোগ দেন।

রাকসু মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা হাফসা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে হিজাব বিদ্বেষীদের জন্য অসহ্য পরিবেশ তৈরি হচ্ছে। তারা বলায়, হিজাবধারণকারীরা মর্যাদাহীন মন্তব্যের শিকার হচ্ছেন; তাই এমন মন্তব্যকারীদের প্রতিহত করা প্রয়োজন। তিনি বলেন, “আমরা চাই, তিনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন; নতুবা বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করতে হবে।”

রাকসু সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার অভিযোগ, অধ্যাপকের কথাবার্তা শিক্ষার্থীদের, বিশেষত হিজাবধারী মেয়েদের মর্যাদা আঘাত করেছে। তিনি বলেন, “যে মন্তব্য করেছেন তার জন্য তাকে ব্যবস্থা নিতে হবে; আগামীকাল জার্নালিজম বিভাগের সামনে আমরা অবস্থান নেব এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে তাকে শোকজ করতে হবে।”

বিক্ষোভ শেষ করে শিক্ষার্থীরা তাদের দাবি বলেছে— অধ্যাপককে ক্ষমা চাওয়াতে হবে কিংবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বা অধ্যাপকের পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page