নিজস্ব প্রতিবেদক :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শুধুমাত্র কয়েকটি আসনের জন্য পার্টি কোনো জোটে যাবে না। সোমবার (২৭ অক্টোবর) টাঙ্গাইল প্রেসক্লাবে জেলা সমন্বয় সভার পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
জোট সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, “এটি নির্ভর করবে রাজনৈতিক দলের প্রতিশ্রুতির ওপর। যে দল মৌলিক সংস্কার বাস্তবায়ন, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিরাপত্তা ও পুনর্বাসনের নিশ্চয়তা দেবে, এবং কথায় ও কাজে মিল থাকবে, তাদের সঙ্গে আমাদের জোট হতে পারে। এখন পর্যন্ত বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চলছে। প্রতিশ্রুতি না পেলে আমরা শুধুমাত্র কিছু আসনের জন্য জোটে যাব না এবং স্বতন্ত্রভাবে নির্বাচন করব।”
শাপলা প্রতীক বিষয়ে সারজিস আলম বলেন, “আমরা শাপলা না দেওয়ার কোনো প্রশ্নই নেই। আমাদের প্রাপ্য স্বীকৃতি আদায়ে রাজপথেও লড়াই করতে হবে। এনসিপির ৬৪ জেলা ও ৪৯৫ উপজেলার নেতৃবৃন্দ এই অধিকারের জন্য আন্দোলন চালাবে। আমরা শাপলা প্রতীকের সঙ্গে নির্বাচনে অংশ নেব।”
তিনি আরও মন্তব্য করেন, “অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চাওয়া-কাঙ্ক্ষা কেবল নির্বাচনকেন্দ্রিক হতে পারে না। আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ার উন্নতি হোক। ফেব্রুয়ারিতেও নির্বাচন হলে সমস্যা নেই।”
জুলাই সনদ নিয়ে তিনি বলেন, “বাংলাদেশের গুরুত্বপূর্ণ তিনটি রাজনৈতিক দলের মধ্যে একটি দলের স্বাক্ষর নেই। তাই এই সনদে অভ্যুত্থানের জনগণের আশা-আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি। এই অসম্পূর্ণ সনদ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারবে না; দায়বদ্ধতা পূর্ণ করতে হবে।”