বিনোদন ডেস্ক :
দেশের দুই জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর এবং ব্যান্ড অর্থহীনের সাইদুস সালেহীন খালেদ সুমন (বেজবাবা সুমন) মার্কিন মঞ্চে পারফর্ম করেছেন। শনিবার (২৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে একটি কনসার্টে তাদের গান পরিবেশন করা হয়। প্রায় ১৭ বছর পর মার্কিন মঞ্চে সঙ্গীত পরিবেশন করলেন আসিফ আকবর। অন্যদিকে, প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে কনসার্ট করেছে ব্যান্ড ‘অর্থহীন’।
কনসার্টের অভিজ্ঞতা শেয়ার করে আসিফ আকবর সামাজিক মাধ্যমে লিখেছেন, “২৫ অক্টোবর বোস্টন শোতে সৌভাগ্য হয়েছে বেজবাবা সুমনের সঙ্গে মঞ্চ শেয়ার করার। জীবনে অনেক লিজেন্ড এবং তরুণ শিল্পীদের সঙ্গে গ্রিনরুম শেয়ার করেছি। আমি সংগীতের মানুষ নই, তবু নিয়তি আমাকে এখানে সফল করেছে, তাই দায়বদ্ধতাও বেশি।” আসিফ আকবর বলেন, “দ্বিতীয়বারের মতো সুমন ভাইয়ের সঙ্গে মঞ্চে পারফর্ম করলাম। ব্যাকস্টেজে দাঁড়িয়ে তিনি আমার গান শুনেছেন এবং সবসময় আমার পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।”
সঙ্গীত জীবনে প্রতিকূলতা সত্ত্বেও সুমনের শক্তি এবং অনুপ্রেরণার প্রতি মুগ্ধতা প্রকাশ করে আসিফ আকবর বলেন, “সুমন ভাইয়ের জীবনের ঝড়সমূহ পার হয়ে এ ধরনের আস্থা এবং শক্তিতে থাকা সত্যিই প্রশংসনীয়। তার জন্যই সঙ্গীত জগত এখনও সুন্দর মনে হয়।” তিনি বাংলাদেশের এই জীবন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য শুভকামনা জানিয়েছেন।