বিনোদন ডেস্ক:
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান আবারও আলোচনায়—তবে এবার কোনো সিনেমা নয়, তার ব্যক্তিগত জীবন নিয়েই তোলপাড় সোশ্যাল মিডিয়া।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে জায়েদ খানের কিছু ছবি, যেখানে তাকে দেখা যাচ্ছে এক অচেনা নারীর সঙ্গে ঘনিষ্ঠ ভঙ্গিতে পোজ দিতে। ছবিগুলোর হাসিমুখ, পোশাক ও পরিবেশ দেখে অনেকেই ধারণা করছেন, বিয়ের আনুষ্ঠানিকতাই সেরে ফেলেছেন এই অভিনেতা। ছবিগুলো ভাইরাল হওয়ার পর থেকেই অনেকে শুভেচ্ছা জানাচ্ছেন জায়েদকে। কেউ লিখেছেন, “নতুন জীবনের জন্য শুভ কামনা।” আবার কেউ মজা করে মন্তব্য করেছেন, “ঢালিউডের সালমান খানও অবশেষে ঘর বাঁধলেন!”
তবে বিষয়টির কোনো সরকারি নিশ্চিতকরণ এখনো মেলেনি। কে সেই নারী—তা নিয়েও চলছে নানা জল্পনা। কেউ বলছেন, কনে সিলেটের মেয়ে, বর্তমানে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে থাকেন। তবে এসব তথ্যের কোনো কিছুই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিয়েটি কবে বা কোথায় হয়েছে, সেটিও রহস্যই রয়ে গেছে। অভিনেতা জায়েদ খান কিংবা তার ঘনিষ্ঠ কোনো সহকর্মী বিয়ে নিয়ে কোনো মন্তব্য করেননি। ফলে পুরো ঘটনাই এখনো গুঞ্জন হিসেবেই ঘুরে বেড়াচ্ছে। অনেকেই আবার মনে করছেন, ছবিগুলো হয়তো কোনো অনুষ্ঠান বা ফটোশুটের অংশ।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। ২০২৪ সালের মাঝামাঝি তিনি ব্যক্তিগত কাজে দেশ ছাড়েন এবং একই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে আর দেশে ফেরেননি। রাজনৈতিকভাবে সক্রিয় এই অভিনেতার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও রয়েছে বলে সূত্র জানিয়েছে।
চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরে অভিনেতা ও প্রযোজক হিসেবে কাজ করছেন জায়েদ খান। নানা সময় অপু বিশ্বাস, পপি ও মাহিয়া মাহির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন নিয়েও আলোচিত ছিলেন তিনি। তাই নতুন করে বিয়ের খবর বিনোদন মহলে আবারও তৈরি করেছে কৌতূহল ও আলোচনা।