নিজস্ব প্রতিবেদক,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে এক মতবিনিময় ও প্রাক্–প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হবে।
রোববার (২৬ অক্টোবর) ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। এতে উপস্থিত থাকবেন অন্যান্য নির্বাচন কমিশনাররাও।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদান কর্মকর্তা রুহুল আমিন মল্লিক জানান, বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, অর্থ, স্থানীয় সরকারসহ মোট ৩১টি মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা অংশ নেবেন।
তিনি আরও বলেন, আসন্ন সংসদ নির্বাচনকে সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রশাসনিক সমন্বয়, আইনশৃঙ্খলা রক্ষা, তফসিল ঘোষণার পূর্বপ্রস্তুতি, এবং নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
ইসি সূত্রে জানা গেছে, এই বৈঠকের মাধ্যমে নির্বাচন প্রস্তুতির সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে।