October 27, 2025, 7:36 am
Headline :
হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় বাস খাদে উল্টে নিহত ১, আহত ২০ জলাভূমি ও দেশীয় মাছ বাঁচাতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না করো না’— দাফন শেষে আহাজারিতে ভারী কালামের বাড়ি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বৃহস্পতিবার ইসির সঙ্গে ৩১ মন্ত্রণালয়ের বৈঠক ডিএমএফ অ্যাওয়ার্ড পেলেন খান শান্ত কালামের সুখের সংসার এক মুহূর্তেই তছনছ সাভারে থুতু নিয়ে সংঘর্ষ, ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ সোনাইমুড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীকে গলা কেটে হত্যা, সহপাঠী আটক এ যেন এক অভিশপ্ত মাস, ২৩ দিনে ঝরে গেলো জবির পাঁচ শিক্ষার্থীর প্রাণ দেশের ২৪ ব্যাংকের মূলধন ঘাটতি দেড় লাখ কোটি টাকার বেশি

‘আইনের ব্যত্যয় হলেও শেখ হাসিনার সাক্ষাৎকার নেব’

‘আইনের ব্যত্যয় হলেও শেখ হাসিনার সাক্ষাৎকার নেব’

অনলাইন ডেস্ক,

সাংবাদিক খালেদ মুহিউদ্দীন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সাক্ষাৎকার দিতে চান—তবে এমন সাক্ষাৎকার তিনি নিতে প্রস্তুত, এমনকি সেটি আইনের সীমানা ছাড়ালেও। সম্প্রতি এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

খালেদ মুহিউদ্দীন বলেন, তিনি সাধারণত বেআইনি কিছু করতে আগ্রহী নন, তবে আইনের ক্ষেত্রে একটি বিশেষ ব্যাখ্যার আওতায় তারা কাজ করে থাকেন—“আইনের একটা জায়গা আছে” তার কথায়। তিনি বোঝান, কোনো ভিকটিম মনে করলে যে কোনো সম্প্রচার তাদের পুরনো ট্রমা বাড়াতে পারে, তখন সেটা আইনগতভাবে নিষিদ্ধ হবে। এমন বিধান রয়েছে বাংলাদেশেও—এমনটাই তার ব্যাখ্যা।

মার্কিন গণমাধ্যমকে উদাহরণ দিয়ে খালেদ বলেন, যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ—বা বিতর্কিত—কোনো ব্যক্তির সাক্ষাৎকার সম্প্রচার না করার পরামর্শ থাকলেও বাস্তবে কোন গণমাধ্যমে সেইরকম একাধিক উদাহরণ পাওয়া যায় না; দৃষ্টান্ত দেখাতে পারেননি যারা এমন কথা বলেন।

শেষে খালেদ মুহিউদ্দীন জোর দিয়ে বলেন, “আপনি যদি আমাকে বলেন সাবেক প্রধানমন্ত্রী সাক্ষাৎকার দিতে চান, আইন যদি কভার না করলেও আমি তা নেব।”

এই মন্তব্য সামাজিক ও সাংবাদিক মহলে বিতর্ক উসকে দিতে পারে—কারণ ব্যক্তি ও ভুক্তভোগীর অধিকার, সাংবাদিকতার নৈতিকতা ও আইনগত সীমা নিয়ে প্রশ্ন থেকেই যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page