অনলাইন ডেস্ক,
সাংবাদিক খালেদ মুহিউদ্দীন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সাক্ষাৎকার দিতে চান—তবে এমন সাক্ষাৎকার তিনি নিতে প্রস্তুত, এমনকি সেটি আইনের সীমানা ছাড়ালেও। সম্প্রতি এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
খালেদ মুহিউদ্দীন বলেন, তিনি সাধারণত বেআইনি কিছু করতে আগ্রহী নন, তবে আইনের ক্ষেত্রে একটি বিশেষ ব্যাখ্যার আওতায় তারা কাজ করে থাকেন—“আইনের একটা জায়গা আছে” তার কথায়। তিনি বোঝান, কোনো ভিকটিম মনে করলে যে কোনো সম্প্রচার তাদের পুরনো ট্রমা বাড়াতে পারে, তখন সেটা আইনগতভাবে নিষিদ্ধ হবে। এমন বিধান রয়েছে বাংলাদেশেও—এমনটাই তার ব্যাখ্যা।
মার্কিন গণমাধ্যমকে উদাহরণ দিয়ে খালেদ বলেন, যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ—বা বিতর্কিত—কোনো ব্যক্তির সাক্ষাৎকার সম্প্রচার না করার পরামর্শ থাকলেও বাস্তবে কোন গণমাধ্যমে সেইরকম একাধিক উদাহরণ পাওয়া যায় না; দৃষ্টান্ত দেখাতে পারেননি যারা এমন কথা বলেন।
শেষে খালেদ মুহিউদ্দীন জোর দিয়ে বলেন, “আপনি যদি আমাকে বলেন সাবেক প্রধানমন্ত্রী সাক্ষাৎকার দিতে চান, আইন যদি কভার না করলেও আমি তা নেব।”
এই মন্তব্য সামাজিক ও সাংবাদিক মহলে বিতর্ক উসকে দিতে পারে—কারণ ব্যক্তি ও ভুক্তভোগীর অধিকার, সাংবাদিকতার নৈতিকতা ও আইনগত সীমা নিয়ে প্রশ্ন থেকেই যায়।