January 13, 2026, 2:55 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৪৩ জন

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৪৩ জন

নিজস্ব প্রতিবেদক,

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) এই রোগে নতুন করে ১,১৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন আরও ৪ জন।

রোববার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৬০১ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১৬৫ জন, দক্ষিণ সিটিতে ১৫৪ জন এবং সিটি করপোরেশনের বাইরে ২৮২ জন। বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রামে ১২১ জন, খুলনায় ৬৫ জন, ময়মনসিংহ ও রাজশাহীতে ৫৬ জন করে, রংপুরে ৫০ জন এবং সিলেট বিভাগে ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে সারা দেশে ১,০৫১ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছর এ পর্যন্ত মোট ৬২,৪৪৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে মোট ৬৫,৪৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *