নিজস্ব প্রতিবেদক,
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর আগে সব দলের সমর্থন নিশ্চিত করতে চায় সংস্থাটি। এ লক্ষ্যে বর্তমানে ঢাকায় অবস্থান করছে কমনওয়েলথের প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (Pre-Election Assessment Mission—PEAM)।
রোববার (২৬ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান কমনওয়েলথের নির্বাচন সহায়তা বিভাগের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ।
তিনি বলেন, “কমনওয়েলথের সদস্য দেশগুলোর নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানোর আগে আমরা নিশ্চিত হই—সব অংশগ্রহণকারী পক্ষ এর উপস্থিতি নিয়ে একমত কি না। বাংলাদেশের ক্ষেত্রেও আমরা সেই প্রক্রিয়াই অনুসরণ করছি।”
অ্যান্ড্রুজের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে ছিলেন ড. দিনুষা পণ্ডিতরত্ন, মিসেস ন্যান্সি কানিয়াগো, মি. সার্থক রায় এবং মিসেস ম্যাডোনা লিঞ্চ।
তিনি জানান, দলের মূল কাজ হলো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ ও নির্বাচনের প্রস্তুতি মূল্যায়ন করা, পাশাপাশি কমনওয়েলথ পর্যবেক্ষক মিশনের উপস্থিতি নিয়ে রাজনৈতিক দল, সুশীল সমাজ, দাতা সংস্থা, কূটনৈতিক সম্প্রদায় ও গণমাধ্যমের মতামত জানা।
অ্যান্ড্রুজ বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন প্রশাসন, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট দপ্তর থেকে তথ্য পেয়েছি—তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। মিশন ৩১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে থাকবে এবং এ সময়ে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করবে।”
তিনি আরও বলেন, “কমনওয়েলথ সবসময় বাংলাদেশের জনগণের পাশে থেকেছে। এই নির্বাচনের মাধ্যমেও আমরা সেই সহযোগিতা অব্যাহত রাখতে চাই।”
নির্বাচনোত্তর সময় নিয়েও আশাবাদ ব্যক্ত করে লিনফোর্ড অ্যান্ড্রুজ বলেন, “আমরা বিশ্বাস করি গণতন্ত্র একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনের পরবর্তী পর্যায়েও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে থেকে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাব।”