October 27, 2025, 9:58 am
Headline :
আর্জেন্টিনার সংসদ নির্বাচনে প্রেসিডেন্ট মাইলির দলের বিপুল জয় সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা সালাহউদ্দিন আহমদের ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাব বাংলাদেশে সীমিত উপকূলে হালকা বৃষ্টির সম্ভাবনা জানাল আবহাওয়া অধিদপ্তর হবিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বাস উল্টে নিহত ১, আহত অন্তত ৩০ হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় বাস খাদে উল্টে নিহত ১, আহত ২০ জলাভূমি ও দেশীয় মাছ বাঁচাতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না করো না’— দাফন শেষে আহাজারিতে ভারী কালামের বাড়ি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বৃহস্পতিবার ইসির সঙ্গে ৩১ মন্ত্রণালয়ের বৈঠক ডিএমএফ অ্যাওয়ার্ড পেলেন খান শান্ত

চাঁনখারপুলে ৬ হত্যা: হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে আজ ১২তম দিনের সাক্ষ্যগ্রহণ

চাঁনখারপুলে ৬ হত্যা: হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে আজ ১২তম দিনের সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক:

জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চাঁনখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ (রোববার, ২৬ অক্টোবর) ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে ১২তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

মামলাটি বিচারাধীন রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে আজ ২০ নম্বর সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হবে।

প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে, গত ১৬ অক্টোবর মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি আদালতে বলেন, “চাঁনখারপুল হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।” সেদিন তার জবানবন্দি শেষে জেরা করেন স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীরা।

তার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয় ৯ অক্টোবর, তবে অসম্পূর্ণ থাকায় প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনাল ১৬ অক্টোবর তারিখ নির্ধারণ করে অবশিষ্ট সাক্ষ্য নেয়।

মামলায় বর্তমানে চারজন আসামি কারাগারে আছেন— শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন, এবং নাসিরুল ইসলাম।

অন্যদিকে চারজন পলাতক— সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম, এবং সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট, রাজধানীর চাঁনখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ছয়জন— শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক।

পরে ওই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলা হয়, যেখানে উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সরাসরি অভিযুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page