October 27, 2025, 7:20 am
Headline :
হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় বাস খাদে উল্টে নিহত ১, আহত ২০ জলাভূমি ও দেশীয় মাছ বাঁচাতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না করো না’— দাফন শেষে আহাজারিতে ভারী কালামের বাড়ি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বৃহস্পতিবার ইসির সঙ্গে ৩১ মন্ত্রণালয়ের বৈঠক ডিএমএফ অ্যাওয়ার্ড পেলেন খান শান্ত কালামের সুখের সংসার এক মুহূর্তেই তছনছ সাভারে থুতু নিয়ে সংঘর্ষ, ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ সোনাইমুড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীকে গলা কেটে হত্যা, সহপাঠী আটক এ যেন এক অভিশপ্ত মাস, ২৩ দিনে ঝরে গেলো জবির পাঁচ শিক্ষার্থীর প্রাণ দেশের ২৪ ব্যাংকের মূলধন ঘাটতি দেড় লাখ কোটি টাকার বেশি

কলকাতায় চঞ্চল-ফারিণ, চলছে সিনেমার প্রস্তুতি

কলকাতায় চঞ্চল-ফারিণ, চলছে সিনেমার প্রস্তুতি

বিনোদন ডেস্ক,

বাংলাদেশের দুই জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ বর্তমানে রয়েছেন কলকাতায়। দুজনই আলাদা কাজে ব্যস্ত থাকলেও, এবার টলিপাড়ায় জোর গুঞ্জন—পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন ছবিতে একসঙ্গে দেখা যেতে পারে এই দুই অভিনেতাকে।

চঞ্চল চৌধুরী বর্তমানে কলকাতার প্রখ্যাত নাট্যকার ও পরিচালক ব্রাত্য বসুর নতুন সিনেমা ‘শিকড়’-এর শুটিং করছেন। অন্যদিকে, তাসনিয়া ফারিণও নতুন এক প্রজেক্টের প্রস্তুতিতে ব্যস্ত। সম্প্রতি তারা একসঙ্গে যোগ দেন অভিনেত্রী কোয়েল মল্লিকের আমন্ত্রণে আয়োজিত ‘স্বার্থপর’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে।

সেখানেই প্রথম জানা যায়—চঞ্চল ও ফারিণকে একসঙ্গে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে।

ভারতীয় গণমাধ্যমের প্রশ্নে একসঙ্গে দেখা যাওয়ার কারণ জানতে চাইলে হাসিমুখে চঞ্চল চৌধুরী বলেন, “পুরোটাই কাকতালীয়! আমি জানতাম না ফারিণ এখানে আছে, সেও জানত না আমি এসেছি। টোনিদার (পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী) সঙ্গে মিটিংয়ে এসেছিলাম, ওও একই কারণে এসেছে। পরে দেখা হয়ে গেল—খুবই মজার একটা কাকতাল।”

চঞ্চল আরও জানান, “টোনিদার সঙ্গে আজ আমরা ব্রাঞ্চ করেছি। কোয়েলও আমন্ত্রণ জানিয়েছিলেন, তাই একসঙ্গেই চলে এলাম। নানা বিষয়ে গল্প হলো, এখন ‘স্বার্থপর’ ছবিটা দেখার অপেক্ষায়।”

তবে অনিরুদ্ধ রায় চৌধুরীর সিনেমায় একসঙ্গে অভিনয়ের প্রশ্নে চঞ্চল ও ফারিণ দুজনেই হেসে বলেন, “এখনও কিছু চূড়ান্ত হয়নি, তবে কথা চলছে। আশা করি একসঙ্গে কাজ করব।”

যদিও তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবু টলিউডে গুঞ্জন—একই পরিচালক, একই শহরে একই সময়ে উপস্থিতি নিছক কাকতাল নয়। খুব শিগগিরই অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন ছবিতেই একসঙ্গে দেখা যেতে পারে বাংলাদেশের এই দুই জনপ্রিয় অভিনেতাকে।

তাসনিয়া ফারিণ এর আগে টালিউডে অভিষেক করেন ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে, যা তাকে এনে দেয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা সম্মাননা। অন্যদিকে, চঞ্চল চৌধুরী গত বছর সৃজিত মুখার্জির ‘পদাতিক’-এ কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান।

দুজনেরই এখন সময় টলিউডে, আর দর্শকরা অপেক্ষায়—নতুন সিনেমায় একসঙ্গে পর্দায় কবে দেখা মিলবে প্রিয় এই জুটির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page