October 27, 2025, 7:18 am
Headline :
হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় বাস খাদে উল্টে নিহত ১, আহত ২০ জলাভূমি ও দেশীয় মাছ বাঁচাতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না করো না’— দাফন শেষে আহাজারিতে ভারী কালামের বাড়ি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বৃহস্পতিবার ইসির সঙ্গে ৩১ মন্ত্রণালয়ের বৈঠক ডিএমএফ অ্যাওয়ার্ড পেলেন খান শান্ত কালামের সুখের সংসার এক মুহূর্তেই তছনছ সাভারে থুতু নিয়ে সংঘর্ষ, ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ সোনাইমুড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীকে গলা কেটে হত্যা, সহপাঠী আটক এ যেন এক অভিশপ্ত মাস, ২৩ দিনে ঝরে গেলো জবির পাঁচ শিক্ষার্থীর প্রাণ দেশের ২৪ ব্যাংকের মূলধন ঘাটতি দেড় লাখ কোটি টাকার বেশি

ভারতে দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারকে যৌন হয়রানি, অভিযুক্ত গ্রেফতার

ভারতে দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারকে যৌন হয়রানি, অভিযুক্ত গ্রেফতার

স্পোর্টস ডেস্ক,

ভারতের ইন্দোরে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার যৌন হয়রানির শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে হোটেল থেকে ক্যাফেতে যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি তাদের পিছু নিয়ে অশালীন আচরণ করে পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ ও দলের নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ঘটনাটি ঘটে ইন্দোরের খাজারানা রোডে। ওই দুই ক্রিকেটার র‍্যাডিসন ব্লু হোটেল থেকে হাঁটতে হাঁটতে নাস্তা করার উদ্দেশ্যে পাশের ক্যাফের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে চড়ে আসা এক ব্যক্তি তাদের পিছু নেয় এবং এক খেলোয়াড়কে অশালীনভাবে স্পর্শ করে দ্রুত সরে যায়।

তাৎক্ষণিকভাবে দুই ক্রিকেটার বিষয়টি দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সকে জানান। তিনি স্থানীয় পুলিশকে অবহিত করলে সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্রা নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই খেলোয়াড়ের জবানবন্দি নেন।

পুলিশের উপ-পরিদর্শক নিধি রঘুবংশী জানান, ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী মোটরসাইকেলের নম্বর নোট করে রাখেন। সেই সূত্র ধরে আকিল খান নামে ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, আকিলের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের মামলা রয়েছে।

ঘটনাটির পর ভারতীয় দণ্ডবিধির ৭৪ ধারা (নারীর মর্যাদা ক্ষুণ্ণ করতে বল প্রয়োগ) এবং ৭৮ ধারা (পিছু নেওয়া বা স্টকিং) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। ইন্দোর পুলিশ জানায়, শহরে অবস্থানরত সব বিদেশি দলের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র বলেন, “আমরা ভারতীয় কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের প্রশংসা করছি। খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page