January 11, 2026, 8:47 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

ভারতে দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারকে যৌন হয়রানি, অভিযুক্ত গ্রেফতার

ভারতে দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারকে যৌন হয়রানি, অভিযুক্ত গ্রেফতার

স্পোর্টস ডেস্ক,

ভারতের ইন্দোরে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার যৌন হয়রানির শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে হোটেল থেকে ক্যাফেতে যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি তাদের পিছু নিয়ে অশালীন আচরণ করে পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ ও দলের নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ঘটনাটি ঘটে ইন্দোরের খাজারানা রোডে। ওই দুই ক্রিকেটার র‍্যাডিসন ব্লু হোটেল থেকে হাঁটতে হাঁটতে নাস্তা করার উদ্দেশ্যে পাশের ক্যাফের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে চড়ে আসা এক ব্যক্তি তাদের পিছু নেয় এবং এক খেলোয়াড়কে অশালীনভাবে স্পর্শ করে দ্রুত সরে যায়।

তাৎক্ষণিকভাবে দুই ক্রিকেটার বিষয়টি দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সকে জানান। তিনি স্থানীয় পুলিশকে অবহিত করলে সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্রা নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই খেলোয়াড়ের জবানবন্দি নেন।

পুলিশের উপ-পরিদর্শক নিধি রঘুবংশী জানান, ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী মোটরসাইকেলের নম্বর নোট করে রাখেন। সেই সূত্র ধরে আকিল খান নামে ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, আকিলের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের মামলা রয়েছে।

ঘটনাটির পর ভারতীয় দণ্ডবিধির ৭৪ ধারা (নারীর মর্যাদা ক্ষুণ্ণ করতে বল প্রয়োগ) এবং ৭৮ ধারা (পিছু নেওয়া বা স্টকিং) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। ইন্দোর পুলিশ জানায়, শহরে অবস্থানরত সব বিদেশি দলের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র বলেন, “আমরা ভারতীয় কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের প্রশংসা করছি। খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *