নিজস্ব প্রতিবেদক :
গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী রাখতে আসন্ন জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
গণতন্ত্র টিকিয়ে রাখতে সবার অংশগ্রহণ জরুরি
মির্জা ফখরুল বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ অপরিহার্য। আমরা আশা করি, আসন্ন নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য—যেখানে জনগণের রায়ই হবে চূড়ান্ত।” তিনি আরও বলেন, নির্বাচনের ঘোষণার পর সংস্কারের যেসব দাবি উঠেছিল, সেগুলো ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে বলে আশা করা যায়। “গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের উত্তরণ ঘটবে,”
যোগ করেন বিএনপির মহাসচিব।
বিগত সরকারের আমলে নির্যাতনের অভিযোগ
বিগত সরকারের সময় বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-নিপীড়নের অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, “ফ্যাসিস্ট শাসনের সময়ে আমাদের ৬০ লাখ কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। ২০ হাজার কর্মীকে হত্যা করা হয়েছে, আর অনেকে গুম হয়েছেন।”
গণমাধ্যমের স্বাধীনতায় জিয়াউর রহমানের ভূমিকা
বক্তৃতায় তিনি গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গেও কথা বলেন।“বাকশাল প্রতিষ্ঠার পর থেকেই গণমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। সেই পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গণমাধ্যমের স্বাধীনতার ভিত্তি স্থাপন করেন তিনিই,”
বলেন মির্জা ফখরুল।
নয়া দিগন্তের প্রশংসা
বিএনপি মহাসচিব বলেন, “নয়া দিগন্ত শুরু থেকেই গণতন্ত্র ও সত্যের পক্ষে সংগ্রাম করে আসছে। প্রতিকূল সময়েও এই পত্রিকার সাংবাদিকরা মানুষের আকাঙ্ক্ষা ও বাস্তবতার প্রতিফলন ঘটিয়েছেন।” তিনি জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “তাদের ত্যাগ বৃথা যাবে না। গণতন্ত্রের পুনর্জাগরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
উপসংহার
নির্বাচন ঘিরে যখন রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও অবস্থান স্পষ্ট হতে শুরু করেছে, তখন মির্জা ফখরুলের এই আহ্বানকে অনেকে দেখছেন গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারের এক ইতিবাচক বার্তা হিসেবে।