January 11, 2026, 8:47 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

কমিটির বর্ষপূর্তির দিনে বাফুফের নির্বাহী সভা

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্তমান নির্বাহী কমিটি গঠনের এক বছর পূর্ণ হচ্ছে আগামীকাল। ২০২৪ সালের ২৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে তাবিথ আউয়ালের নেতৃত্বে দায়িত্ব নেয় নতুন কমিটি। এই বিশেষ দিনটিতে বাফুফের পঞ্চম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। সূত্র জানায়, চার ঘণ্টাব্যাপী এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে, যার মধ্যে সবচেয়ে গুরুত্ব পাবে গঠনতন্ত্র সংশোধনের বিষয়টি।
গঠনতন্ত্র নিয়ে বিস্তর আলোচনা :
বাফুফের গঠনতন্ত্র সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। ইতোমধ্যে তারা গঠনতন্ত্রের খসড়া প্রতিবেদন জমা দিয়েছে। আগামীকালের সভায় এই খসড়ার ওপর বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, সভার বড় অংশজুড়ে এই বিষয়টিই প্রাধান্য পাবে।
এশিয়ান কাপের আয়-ব্যয়ের হিসাব :
গত ১০ জুন ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আয়-ব্যয়ের হিসাব অনুমোদনের জন্য উঠছে সভায়। এর আগে ২৩ আগস্টের সভায় বিষয়টি উপস্থাপন করা হলেও ত্রুটির কারণে তা অনুমোদিত হয়নি। পাশাপাশি হংকং ম্যাচের আয়-ব্যয়ের হিসাবও এবার আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য আলোচ্যসূচিতে রয়েছে। দুই হোম ম্যাচের হিসাব আলাদা দুটি এজেন্ডা হিসেবে সভায় উপস্থাপিত হবে।

অ-১৫ চ্যাম্পিয়নশিপ ও বাইলজ পরিবর্তন :
চলতি বছরের শুরুতে শুরু হওয়া জাতীয় অ-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব এখনও শুরু হয়নি। শুরুতে পরিকল্পনা ছিল নোয়াখালীতে মূল পর্ব আয়োজনের। বাইলজ অনুযায়ী স্বাগতিক হিসেবে নোয়াখালী সরাসরি মূল পর্বে খেলার কথা ছিল। তবে এখন কমলাপুর টার্ফে ফাইনাল পর্ব আয়োজনের চিন্তা করা হচ্ছে। এই পরিবর্তনের জন্য বাইলজ সংশোধন প্রয়োজন, যা আগামীকালের সভায় আলোচিত হবে।
স্ট্যান্ডিং কমিটির মেয়াদ নিয়ে অনিশ্চয়তা:
গত বছরের ৯ নভেম্বর নতুন কমিটির প্রথম সভায় বিভিন্ন স্ট্যান্ডিং ও অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল। যদিও সাধারণত এসব কমিটির মেয়াদ চার বছর, তবে তখন সিদ্ধান্ত হয়—সভাপতির ফিন্যান্স কমিটি ছাড়া অন্য সব কমিটির মেয়াদ এক বছর থাকবে। এক বছর শেষে পর্যালোচনা করে মেয়াদ বাড়ানো বা সদস্য রদবদল করার পরিকল্পনা ছিল। তবে এবারের সভার আলোচ্যসূচিতে স্ট্যান্ডিং কমিটি পর্যালোচনার কোনো বিষয় রাখা হয়নি।
অলিম্পিক কাউন্সিলর নিয়ে অনিশ্চয়তা :
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। ২৭ অক্টোবরের মধ্যে সদস্য সংগঠনগুলোকে কাউন্সিলরের নাম পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অলিম্পিকের গঠনতন্ত্র অনুযায়ী, বাফুফের নির্বাহী সভার মাধ্যমেই কাউন্সিলরের নাম চূড়ান্ত করতে হয়। তবে আগামীকালের সভার এজেন্ডায় এই বিষয়টি অন্তর্ভুক্ত নেই, যদিও ‘বিবিধ’ অংশে এটি আলোচনা হতে পারে।
এর আগে এজিএমের সময় বাফুফে দেরিতে কাউন্সিলরের নাম পাঠানোয় প্রতিনিধি পাঠাতে পারেনি—সে অভিজ্ঞতাও এবার আলোচনায় আসতে পারে বলে জানা গেছে।
সমাপনী :
এক বছরের পথচলায় নানা চ্যালেঞ্জ ও পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়েছে তাবিথ আউয়াল নেতৃত্বাধীন বাফুফে কমিটি। বর্ষপূর্তির এই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া সভায় আসন্ন মৌসুমের প্রস্তুতি ও প্রশাসনিক দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *