স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়টা পুরুষ দলের জন্য খুব একটা সুখকর নয়। ওয়ানডে র্যাঙ্কিংয়ে পুরুষ দলের অবস্থান এখনও দশ নম্বরে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাম্প্রতিক সিরিজ জেতার পর রেটিং পয়েন্টে কিছুটা উন্নতি এসেছে।
অন্যদিকে নারী দলের পারফরম্যান্সও অনেকটা হতাশাজনক। চলমান নারী বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয় ছাড়া বাকি পাঁচ ম্যাচে বাংলাদেশ হারিয়েছে। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিশ্বাস করেন, নারী দল ছেলেদের আগে বিশ্বকাপ জয়ী হবে।
গতকাল (শুক্রবার) এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের ওপর বিশ্বাস রাখুন, আমরা বাংলাদেশ ক্রিকেটকে এমন উচ্চতায় নিয়ে যাব যাতে দেশের মানুষ গর্ব করতে পারে। আমরা শুধু ভালো ক্রিকেটার তৈরি করব না, ভালো নাগরিকও গড়ে তুলব।”
বুলবুল আরও বলেন, “ছেলেদের ক্রিকেটও ভালো হবে, তবে আমার মনে হয় ছেলেদের আগে মেয়েরা বিশ্বকাপ জিতবে। চলমান বিশ্বকাপে ছোট ভুলগুলো না করলে হয়তো আজ আমরা পাঁচটা জয় অর্জন করতাম এবং সেমিফাইনালে খেলতাম। আমরা আমাদের ভুল থেকে শিখছি এবং আপনাদের কখনোও নিরাশ করব না।”
নারী দলের প্রতি আশার কথা জানিয়ে তিনি যোগ করেন, “আমাদের প্রত্যাশা বেশি। আমরা চাই জ্যোতিদের দল ভালো খেলুক এবং ভবিষ্যতে আন্তর্জাতিক সাফল্য অর্জন করুক।