January 13, 2026, 4:40 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে জাতিসংঘকে: ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক :
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, শান্তি ও বহুপাক্ষিক সহযোগিতার লক্ষ্য অর্জনে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আরও গতিশীল ও অভিযোজনক্ষম হতে হবে।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জাতিসংঘ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, “যদি জাতিসংঘ আমাদের সবার শান্তি ও সহযোগিতার আকাঙ্ক্ষা পূরণ করতে চায়, তবে তাকে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। আমরা জাতিসংঘ সংস্কারের পক্ষে, যাতে এটি আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর হয়।”

এই বছর জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী উদ্‌যাপন করা হচ্ছে। এ উপলক্ষে ড. ইউনূস বলেন, “এই তাৎপর্যপূর্ণ দিনে আমরা অঙ্গীকার করছি, জাতিসংঘ সনদে কল্পিত শান্তিপূর্ণ ও স্থিতিশীল বিশ্ব গঠনে বাংলাদেশ তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।” তিনি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জাতিসংঘের সদস্য রাষ্ট্র, অংশীদার ও সংশ্লিষ্ট সব পক্ষকে ‘জাতিসংঘ দিবস’-এর শুভেচ্ছা জানান। ড. ইউনূস বলেন, গত আট দশকে জাতিসংঘ শান্তি ও নিরাপত্তা রক্ষা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই উন্নয়ন অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, “১৯৭৪ সালে জাতিসংঘে যোগদানের পর থেকে বাংলাদেশ একটি সক্রিয় ও অবদানশীল সদস্য রাষ্ট্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। শান্তির সংস্কৃতি ধারণ করে আমাদের সাহসী শান্তিরক্ষীরা জাতিসংঘের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মিশনগুলোতে কাজ করছে এবং অনেকেই জীবন উৎসর্গ করেছেন।” টেকসই উন্নয়ন, বাণিজ্য ও জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় নিয়মভিত্তিক বহুপাক্ষিক ব্যবস্থার ওপর নির্ভরশীলতার কথা তুলে ধরে তিনি বলেন, “তবে উদ্বেগের বিষয় হলো, একতরফা সিদ্ধান্ত ও বৈষম্যমূলক আচরণের কারণে বিশ্বে উত্তেজনা বাড়ছে।” সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “বিশ্ব এখন গভীর অনিশ্চয়তার মুখে। চরম জাতীয়তাবাদ ও মানবিক কষ্টের প্রতি উদাসীনতা মানবজাতির অর্জিত অগ্রগতিকে নষ্ট করছে। আজ মানুষ গাজার গণহত্যার সরাসরি সম্প্রচার প্রত্যক্ষ করছে।” রোহিঙ্গা ইস্যু উল্লেখ করে তিনি বলেন, “আমাদের নিজ অঞ্চলে রোহিঙ্গাদের অধিকারবঞ্চনা ও নির্যাতন সাংস্কৃতিক পরিচয়ভিত্তিক রাজনীতির ফল। আমরা এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নতুন মনোযোগ আশা করি।”

বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *