স্পোর্টস ডেস্ক:
মাঠে নামলেই যেন গোলের উৎসব করেন লিওনেল মেসি। এক ম্যাচে দুটি গোল করা এখন তার কাছে রুটিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। চলতি মৌসুমে অন্তত ১১ ম্যাচে জোড়া গোল করেছেন এই আর্জেন্টাইন তারকা। আগের ম্যাচে করেছিলেন হ্যাটট্রিক, আর এবার আবারও ফিরে এলেন সেই পুরোনো ছন্দে—ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল, যা ইন্টার মিয়ামিকে এনে দিয়েছে ৩-১ গোলের জয়।
এদিন মাঠে নামার আগে হাতে পান মেজর লিগ সকারের গোল্ডেন বুট (সোনার জুতো)— মৌসুমে ২৯ গোলের রেকর্ডে এই সম্মান ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছিল তার। আর সেই ট্রফি হাতে পাওয়ার রাতেই যেন নিজের যোগ্যতার প্রমাণ রাখলেন আরও একবার। খেলার ১৯ মিনিটেই লুইস সুয়ারেজের ক্রসে হাওয়ায় ভেসে হেডে গোল করেন মেসি— এক কথায় ক্লাসিক স্ট্রাইকারের মতো সমাপ্তি।
এরপর তার পাস থেকেই তৈরি হয় দলের দ্বিতীয় গোল। ডান প্রান্তে তার বাড়ানো বল থেকে ইয়ান ফ্রেইয়ের ক্রসে হেডে গোল করেন তাদেও আইয়েন্দে। ইনজুরি টাইমে আসে মেসির দ্বিতীয় গোল। জর্দি আলবার ক্রস গোলরক্ষক ধরতে গেলে ন্যাশভিলের এক ডিফেন্ডারের সঙ্গে ধাক্কায় বল ছিটকে আসে। সুযোগটা কাজে লাগিয়ে আলতো টোকায় বল জালে জড়ান মেসি— মৌসুমে এটি ছিল তার ১২তম জোড়া গোল।
ন্যাশভিলের হয়ে হানি মুখতার একটি গোল পরিশোধ করলেও জয় এড়াতে পারেনি দলটি। এই জয়ে ইন্টার মিয়ামি এমএলএস প্লে-অফের কনফারেন্স সেমিফাইনালের একদম দোরগোড়ায়। ন্যাশভিলের বিপক্ষে সিরিজে বাকি আছে আরও দুই ম্যাচ—এর মধ্যে একটি জিতলেই পরের পর্বে উঠবে মিয়ামি। তবে দলটি এবার বাড়তি সতর্ক। কারণ গত মৌসুমে একই পরিস্থিতিতে প্রথম ম্যাচ জিতে বাকি দুই ম্যাচে হেরে ছিটকে গিয়েছিল মিয়ামি। এবার সেই ভুল পুনরাবৃত্তি হতে দিতে চান না লিওনেল মেসি ও তার দল।