January 11, 2026, 8:48 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

ইন্টার মায়ামির সঙ্গে আরও তিন বছরের চুক্তি মেসির : ২০২৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রেই থাকছেন আর্জেন্টাইন মহাতারকা

স্পোর্টস ডেস্ক :
ইন্টার মায়ামির সঙ্গে আরও তিন বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ২০২৫ মৌসুম শেষে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, ক্লাব কর্তৃপক্ষ আগেভাগেই নতুন চুক্তি সম্পন্ন করেছে। ফলে ২০২৮ সাল পর্যন্ত মায়ামিতেই থাকছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

নতুন স্টেডিয়ামে স্বপ্নের সই :
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ফ্লোরিডায় ইন্টার মায়ামির নির্মাণাধীন নতুন স্টেডিয়াম ‘ফ্রিডম পার্কে’ বসে মেসি আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তিতে সই করেন। পরে ক্লাবের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে ঘোষণা দেওয়া হয়— “He is home!” মেসি বলেন, “এখানে থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। ইন্টার মায়ামিতে আসার পর থেকেই আমি সুখী, আর এই প্রকল্পের অংশ হতে পারাটা আমার জন্য গর্বের। নতুন ফ্রিডম পার্কে খেলার অপেক্ষায় আছি।”

বার্সেলোনা-সখ্যের পুনর্মিলন, এখন নতুন অধ্যায় :
ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মেসির আহ্বানে লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেটসও ক্লাবে আসেন। তাদের উপস্থিতিতে বার্সেলোনার সেই সোনালি যুগের আভাস মিলেছিল ফ্লোরিডাতেও। তবে আলবা ও বুসকেটস বিদায়ের পথে, সুয়ারেজের ভবিষ্যতও অনিশ্চিত। তবুও মেসি মায়ামির সঙ্গে থেকে ক্লাবের পরবর্তী অধ্যায় গড়ে তুলতে চান।

মেসির আগমনে উল্লম্ফন :
২০২৩ সালে মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবটির জনপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্য আকাশছোঁয়া হয়। স্টেডিয়ামে দর্শক বাড়ে, টিকিট বিক্রি বেড়ে যায় কয়েকগুণ। নতুন স্টেডিয়াম নির্মাণও সেই উচ্ছ্বাসেরই অংশ।

মাঠেও অবিশ্বাস্য পরিসংখ্যান :
চলতি মৌসুমে মেসি এমএলএসের গোল্ডেন বুট জিতেছেন ২৯ গোল করে। এছাড়া ১৯টি অ্যাসিস্টসহ মোট ৪৮ গোলে সরাসরি অবদান রেখেছেন। মাত্র এক গোলে হাতছাড়া হয়েছে এমএলএসের সর্বোচ্চ গোল-অ্যাসিস্ট রেকর্ড (৪৯)। ইন্টার মায়ামি এবারের ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থান অর্জন করে প্লে-অফে জায়গা করে নিয়েছে। শনিবার তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ন্যাশভিল।

এমএলএসে নতুন অধ্যায়ের প্রতিশ্রুতি :
গত বছর লিগের ‘সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (MVP)’ নির্বাচিত হন মেসি। এবারও তিনি সেই পুরস্কারের অন্যতম প্রার্থী। এমএলএসের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র একজন খেলোয়াড়ই টানা দুই মৌসুমে এমভিপি হয়েছেন— এবার মেসির হাতেই সেই রেকর্ড ভাঙার সম্ভাবনা সবচেয়ে বেশি।
সংক্ষেপে:
ফ্লোরিডার ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে মেসি জানিয়ে দিলেন— এখনো শেষ হয়নি তার গল্প; বরং মেজর লিগ সকারে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *